ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ইংলিশ প্রিমিয়ার লীগ, মাতার গোলে ম্যানইউর জয় আবার হার আর্সেনালের, শীর্ষে ওঠার সুযোগ হাতছাড়া টটেনহ্যামের

ম্যানসিটিকে হারিয়ে মধুর প্রতিশোধ লিভারপুলের

প্রকাশিত: ০৬:০১, ৪ মার্চ ২০১৬

ম্যানসিটিকে হারিয়ে মধুর প্রতিশোধ লিভারপুলের

স্পোর্টস রিপোর্টার ॥ দিন কয়েক আগে বেদনায় পুড়তে হয় লিভারপুলকে। তুলনামূলক ভাল খেলেও ম্যানচেস্টার সিটির কাছে ভাগ্যনির্ধারণী টাইব্রেকারে হেরে খোয়াতে হয় ইংলিশ লীগ কাপের (ক্যাপিটাল ওয়ান কাপ) শিরোপা। ওই হারের ক্ষত না শুকাক, মধুর আর টাটকা প্রতিশোধ নিতে পেরেছে দ্য রেডসরা। বুধবার রাতে ইংলিশ প্রিমিয়ার লীগের ম্যাচে লিভারপুল ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে সেই ম্যানচেস্টার সিটিকে। এ্যানফিল্ডে দ্য রেডসদের হয়ে গোলগুলো করেন এ্যাডাম লালানা, জেমস মিলনার ও রবার্টো ফিরমিনো। মিডফিল্ডার জুয়ান মাতার শেষ দিকের গোলে স্বস্তির জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ওল্ডট্রাফোর্ডে ম্যানইউ ১-০ গোলে হারায় ওয়াটফোর্ডকে। আগের ম্যাচে ম্যানইউর কাছে ৩-২ গোলে হার মানা আর্সেনাল হারের বৃত্তেই আছে। এবার ঘরের মাঠ লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে গানার্সরা ১-২ গোলে হেরেছে সোয়ানসি সিটির কাছে। লিচেস্টার সিটির সঙ্গে যৌথভাবে শীর্ষে ওঠার সুযোগ হারিয়েছে টটেনহ্যাম হটস্পার। এ্যাওয়ে ম্যাচে ওয়েস্টহ্যাম ইউনাইটেডের কাছে ১-০ গোলে হেরেছে স্পার্সরা। আরেক ম্যাচে নিউক্যাসল ইউনাইটেডকে একই ব্যবধানে কাবু করে স্টোক সিটি। বর্তমানে ২৮ ম্যাচ শেষে ৫৭ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষস্থান ধরে রেখেছে লিচেস্টার। ৫৪ পয়েন্ট নিয়ে দুইয়ে টটেনহ্যাম ও ৫১ পয়েন্ট নিয়ে তিনে আর্সেনাল। ৪৭ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে চতুর্থ ও পঞ্চম স্থানে আছে যথাক্রমে দুই ম্যানসিটি ও ম্যানইউ। নিজেদের মাঠে শুরু থেকেই সিটিকে চেপে ধরে লিভারপুল। একের পর এক আক্রমণের ফসল হিসেবে ৩৪ মিনিটে এগিয়ে যায় স্বাগতিকরা। লিভারপুলের হয়ে গোল করেন লালানা। পিছিয়ে পড়া সিটি নিজেদের সামলে উঠার আগেই ব্যবধান বাড়ান মিলনার। ফিরমিনোর নিখুঁত পাস থেকে দারুণ দক্ষতায় ৪১ মিনিটে জো হার্টকে পরাস্ত করে বল জালে পাঠান মিলনার। বিরতির পর শুরুতেই ব্যবধান আরও বাড়ানোর সুযোগ আসে লিভারপুলের সামনে। ডিভোক ওরিগির ৪৭ মিনিটের প্রচেষ্টা রুখে দেন জো হার্ট। ৫৭ মিনিটে আর দলকে বাঁচাতে পারেননি হার্ট। লালানার কাছ থেকে বল পেয়ে এবার নিজেই লক্ষ্যভেদ করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ফিরমিনো। শেষপর্যন্ত তিন গোলের প্রতিশোধের জয় নিয়েই মাঠ ছাড়ে জার্গেন ক্লপের দল। পয়েন্ট তালিকার ১২ নম্বরে থাকা ওয়াটফোর্ডের বিরুদ্ধে কষ্টের জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। নিজেদের মাঠে ইউনাইটেডের ১৩ নম্বর জয় এনে দেয়া গোলটি ৮৩ মিনিটে করেন মাতা। বক্সের অনেকটা বাইরে থেকে স্পেনের এই ফরোয়ার্ডের নেয়া ফ্রিকিক বাম পোস্টের কোণা দিয়ে ঠিকানা খুঁজে পায়। এ জয়ে স্বস্তি প্রকাশ করেন ম্যানইউ কোচ লুইস ভ্যান গাল। নিজেদের মাঠে এগিয়ে যেয়েও হারের বেদনায় জ্বলতে হয়েছে আর্সেনালকে। জোয়েল ক্যাম্পবেলের গোলে গানার্সদের জয়ের যে সম্ভাবনা জেগেছিল, শেষ পর্যন্ত তা হয়নি। নিজেদের মাঠে ম্যাচের দশম মিনিটেই এগিয়ে যেতে পারত আর্সেনাল। কিন্তু ভাগ্যকে পাশে পাননি আলেক্সিস সানচেজ। বক্সের মধ্য থেকে নেয়া এই চিলিয়ানের শট পোস্টে লেগে ফিরে আসে। ১৫ মিনিটে অবশ্য সানচেজও আর্সেনালকে হতাশ হতে হয়নি। সাবেক বার্সিলোনা তারকার বাড়ানো বল সোয়ানসির জালে পৌঁছে দেন ক্যাম্পবেল। এগিয়ে যাওয়ার আনন্দে নেচে ওঠে এমিরেটসের গ্যালারি। ৩২ মিনিটে স্বাগতিকদের হাসি কেড়ে নেয় ওয়েইন রুটলেজের গোল। আর্সেনালের মেসুত ওজিল নিয়ন্ত্রণ নিতে ব্যর্থ হওয়ায় বল পেয়ে যান সোয়ানসির জ্যাক ক্রক। ক্রকের ডিফেন্স চেরা পাস থেকে সহজেই আর্সেনাল গোলরক্ষককে পরাস্ত করেন রুটলেজ। বিরতির পর ৭৪তম মিনিটে স্বাগতিকদের স্তব্ধ করে দিয়ে সোয়ানসিকে ২-১ গোলে এগিয়ে নেন এ্যাশলে উইলিয়ামস। জিলফি সিগার্ডসনের ফ্রিকিকে পা ছুঁয়ে গোলটি করেন তিনি। শেষ পর্যন্ত আর কোন গোল করতে ব্যর্থ হওয়ায় হারের তিক্ততা নিয়েই মাঠ ছাড়তে হয় আর্সেনালকে।
×