ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অজি-প্রোটিয়া পরীক্ষার সিরিজ

প্রকাশিত: ০৫:৫৯, ৪ মার্চ ২০১৬

অজি-প্রোটিয়া পরীক্ষার সিরিজ

স্পোর্টস রিপোর্টার ॥ দোরগোড়ায় টি২০ বিশ্বকাপ। ভারতে অনুষ্ঠিতব্য এ টুর্নামেন্টের আগে সব দলই নিজেদের প্রস্তুত করছে সেরাটা ঢেলে দিতে। সে লক্ষ্যেই দ্বিপাক্ষিক টি২০ সিরিজ খেলতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়া। তিন ম্যাচের প্রথমটিতে আজ ডারবানে মুখোমুখি হবে দুই দল। নিজেদের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ফেবারিট হিসেবেই খেলতে নামবে দক্ষিণ আফ্রিকা। তাছাড়া গত মাসেই ইংল্যান্ডের বিপক্ষে টি২০ সিরিজ জিতেছে প্রোটিয়ারা। ফাফ ডু প্লেসিসের জন্য সুখবর হলো চোট কাটিয়ে তার দলে ফিরেছে ডেল স্টেইন এবং উইকেটরক্ষক কাম ব্যাটসম্যান কুইন্টন ডি কক। গত সপ্তাহে কেপটাউনে ক্লাব ম্যাচে মাঠে নেমেছিলেন স্টেইন। সেখানে জাত চেনাতে খুব বেশি সময় লাগেনি তার। মাত্র ১৩ রানের বিনিময়েই প্রতিপক্ষের পাঁচ উইকেট তুলে নেন তিনি। এটাই প্রমাণ করে যে দলের জন্য স্টেইন কতটা অপরিহার্য। আর হাঁটুর চোটের কারণে ইংলিশদের বিপক্ষে টি২০ সিরিজে বিশ্রামে ছিলেন ডি কক। অস্ট্রেলিয়ার বিপক্ষে দলে ফেরায় প্রোটিয়াদের শক্তি যে বহুগুণে বেড়ে গেছে, তা নিশ্চিত করেই বলা চলে। এদিকে অস্ট্রেলিয়া তাদের সর্বশেষ টি২০ সিরিজে ভারতের কাছে ৩-০ ব্যবধানে লজ্জাকরভাবে হার মানে। তাই টি২০ বিশ্বকাপের আগে প্রোটিয়াদের বিপক্ষে এ সিরিজটা বেশ চ্যালেঞ্জিং। দলটাকেও সেভাবে সাজানো হয়েছে। বর্তমানে অস্ট্রেলিয়ার তিন ফরমেটেই অধিনায়কত্বের ভার স্টিভেন স্মিথের কাঁধে। তরুণ আর অভিজ্ঞ ক্রিকেটারদের মিশ্রণেই গড়া হয়েছে দল। অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপ বেশ শক্তিশালী। এদিকে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বোলিং কোচ হতে চান দেশটির সাবেক পেসার রায়ান হ্যারিস। ২০১৫ এ্যাশেজ সিরিজের আগমুহূর্তে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন তিনি। মাঝের সময়টা পরিবারের সঙ্গেই কাটিয়েছেন হ্যারিস। বর্তমানে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের সঙ্গে কাজ করার ইচ্ছে প্রকাশ করেন তিনি। এ বিষয়ে ৩৬ বছর বয়সী রায়ান হ্যারিস জানান, দলের বোলিং কোচ হিসেবে ফিরে তিনি আবারও ড্যারেন লেহম্যানের সঙ্গে কাজ করতে চান। অবশ্য ক্রিকেট ছাড়ার পর কোচ অথবা পরামর্শক হিসেবে কাজ করতে চান বলে আগেই ইঙ্গিত দিয়েছিলেন তিনি। এ বিষয়ে এক সাক্ষাতকারে হ্যারিস বলেন, ‘এমনকি আগামীকালও যদি আমাকে এমন প্রস্তাব দেয়া হয়, আমি লুফে নেব। কিন্তু বিষয়টি ড্যারেন ও প্যাট হাওয়ার্ডের এবং ক্রিকেট অস্ট্রেলিয়াকে সিদ্ধান্ত নিতে হবে। অবশ্যই আরও অনেকে আছেন যারা একই সঙ্গে প্রাদেশিক ক্রিকেটে ভাল করছেন এবং সুযোগ পেতে পারেন। কোন এক সময় এ দায়িত্ব নেয়াটা অবশ্যই আমার লক্ষ্য। কোচিংটাকেও আমি একজন খেলোয়াড়ের ক্যারিয়ার হিসেবে দেখি। আপনি শীর্ষপর্যায়ে সেরা দলটির কোচ হতে চাইবেন এবং অবশ্যই আমি এমন কিছু করতে চাই।’ খেলোয়াড় হিসেবে কোচ লেহম্যানের কাছ থেকে অনেক কিছু শিখেছেন স্বীকার করে হ্যারিস বলেন, ‘তার (লেহম্যান) সঙ্গে একত্রে কাজ করতে পারাটাই হবে অনেক বড় কিছু। আমার খেলোয়াড়ী জীবনে তার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি। আমার কোচিং ক্যারিয়ারের শেখা অধিকাংশই তার অবদান। অতএব যে পরিবেশ তিনি সৃষ্টি করেছেন সেখানে পুনরায় তার সঙ্গে একত্রিত হয়ে কাজ করাটা হবে অসাধারণ কিছু।’ উল্লেখ্য, ভারতে অনুষ্ঠিতব্য আসন্ন টি২০ বিশ^কাপের পরই অস্ট্রেলিয়া দলের বোলিং কোচের পদ থেকে সরে দাঁড়াবেন বলে ঘোষণা দিয়েছেন দায়িত্বপালনরত ক্রেইগ ম্যাকডারমট। হ্যারিস বলেন, ‘তার অভাব অনুভূত হবে তাতে কোন সন্দেহ নেই। আমি খেলার সময় তিনি ছিলেন, মিচেল জনসনও ছিলেন এবং দুজনই তার ঘনিষ্ঠ ছিলাম। সুতরাং অবশ্যই তার অভাব অনুভূত হবে।’
×