ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রিয়াল মাদ্রিদের স্বস্তির জয়

প্রকাশিত: ০৫:৫৮, ৪ মার্চ ২০১৬

রিয়াল মাদ্রিদের স্বস্তির জয়

স্পোর্টস রিপোর্টার ॥ মাদ্রিদ ডার্বিতে হারের পর স্বস্তির জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। বুধবার রাতে জোড়াতালির দল নিয়েও গ্যালাক্টিকোরা ৩-১ গোলে পরাজিত করে স্বাগতিক লেভান্তেকে। শিরোপা লড়াইয়ে অনেকটা পিছিয়ে পড়া রিয়ালের এই জয়ে পয়েন্ট হয়েছে ২৭ ম্যাচে ৫৭। অবস্থান তিন নম্বরে। সমান ম্যাচে এ্যাটলেটিকো মাদ্রিদের পয়েন্ট ৬১। অবস্থান দুইয়ে। বৃহস্পতিবার রাতের ম্যাচের আগে ৬৬ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সিলোনা। মালাগার মাঠে ড্রয়ের পর এ্যাটলেটিকো মাদ্রিদের কাছে ঘরের মাঠে হেরে কোণঠাসা হয়ে পড়া রিয়াল পরশুর ম্যাচেও তেমন সুবিধা করতে পারেনি। অনেকটা ভাগ্যের কৃপায় জয় পেয়েছে জিনেদিন জিদানের দল। ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়তে পারত অতিথিরা। স্বাগতিকদের ইতালিয়ান স্ট্রাইকার জিউসেপ্পে রসি বক্সের মধ্যে বাঁ পায়ে নিয়ে দুর্দান্ত এক শট করেছিলেন। তবে সে যাত্রায় দলকে বাঁচিয়ে দেন গোলরক্ষক কেইলর নাভাস। ম্যাচের ১৯ মিনিটে প্রথম সুযোগ পায় রিয়াল। কিন্তু রোনাল্ডো পারেননি গোল করতে। ৩৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করে রিয়ালকে এগিয়ে নেন রোনাল্ডো। স্প্যানিশ মিডফিল্ডার লুকাস ভাসকেসকে বক্সের মধ্যে লেভান্তে ডিফেন্ডার লুকাস অর্বান ফাউল করলে পেনাল্টি পায় অতিথিরা। চলমান মৌসুমের লা লিগায় সি আর সেভেনের এটি ২৩তম গোল। আর লেভান্তের বিরুদ্ধে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪ গোল। ৩৮ মিনিটে স্বাগতিক গোলরক্ষকের আত্মঘাতী গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় রিয়াল। রিয়ালের ১৮ বছর বয়সী তরুণ স্প্যানিশ স্ট্রাইকার বোরহা মায়োরালের বক্সের বাইরে থেকে জোরালো শট পোস্টে লেগে ফিরলেও গোলরক্ষক দিয়াগো মারিনোর পায়ে লেগে জালে জড়ায়। দুই গোলে পিছিয়ে পড়ার পরের মিনিটেই দারুণ এক পাল্টা আক্রমণে ব্যবধান কমায় লেভান্তে। অনেকটা বিনা বাধায় রিয়াল গোলরক্ষককে পরাস্ত করেন লেভান্তের ব্রাজিলের ফরোয়ার্ড ডেইভেরসন সিলভা এ্যাকোস্টা। ৬৬ মিনিটে হতাশ হতে হয় রোনাল্ডোকে। তার নেয়া জোরালো শট গোলপোস্টে লেগে প্রতিহত হয়। তবে যোগ করা সময়ে ইস্কোর নৈপুণ্যে জয় নিশ্চিত করা গোলটি পায় রিয়াল। গোললাইন থেকে রোনাল্ডোর বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে মারিনোকে পরাস্ত করেন স্পেনের এই মিডফিল্ডার। মাদ্রিদ ডার্বিতে নিজেদের মাঠে হেরে যাওয়ার পর এ জয় রিয়ালকে কিছুটা হলেও স্বস্তি দিয়েছে। যদিও ম্যাচের শেষদিকে খেলোয়াড়দের অনেকেরই শরীরী ভাষায় ক্লান্তির ছাপ ছিল। কোচ জিনেদিন ?জিদানের সেটি চোখ এড়ায়নি। রিয়াল মাদ্রিদ কোচ বলেন, দলের পাঁচ-ছয়জন খেলোয়াড়কে ম্যাচের শেষদিকে প্রচ- ক্লান্ত মনে হচ্ছিল। এ ক্লান্তিটা খুব স্বাভাবিক। তবে খুশির ব্যাপার হচ্ছে খেলোয়াড়েরা ম্যাচে নিজেদের এ ক্লান্তিটা জয় করতে পেরেছে। পুরো দলের পারফর্মেন্সে আমি খুশি। জিদান আরও বলেন, যখন অনেক পরিবর্তন করবেন, আপনি তখন সব সময়ই ভাববেন, এটা আরও কঠিন হতে পারে। কিন্তু আমরা ভাল একটি ম্যাচ দেখেছি। উইঙ্গার লুকাস ভাসকুয়েসের খেলায় মুগ্ধ জিদান বলেন, লুকাস রক্ষণে কঠোর পরিশ্রম করেছে। রিয়াল ডিফেন্ডার পেপে বলেন, এই ম্যাচে দল দেখিয়েছে আমরা একতাবদ্ধ এবং আমরা একতাবদ্ধ হয়েই লড়তে জানি। ম্যাচটা খেলতে এসেছিলাম প্রচ- চাপ নিয়েই। প্রতিটি ম্যাচেই আমাদের ঘাম ঝরিয়ে রিয়ালের জার্সিটাকে ভেজাতে হবে। আমাদের মনে রাখতে হবে, আমরা হারলে পৃথিবীর নানা প্রান্তে লাখো-কোটি মানুষ কষ্ট পায়। এই ম্যাচে সার্জিও রামোসের জায়গায় অধিনায়কত্বের আর্মব্যান্ড পরেছিলেন পেপে। পর্তুগিজ ডিফেন্ডার দায়িত্বটা কাঁধে নিয়ে দলের জয়ে খুশি হলেও বলেন, কোচ জিদান আমাদের অনুপ্রাণিত করে যাচ্ছেন। কিন্তু তার অনুপ্রেরণার চেয়েও বেশি প্রয়োজন নিজেদের ভাল পারফর্মেন্স। সমর্থকরা আমাদের কাছ থেকে এটাই চান। রোনাল্ডোর বিতর্কিত মন্তব্য প্রসঙ্গে পেপে বলেন, কোচ আমাদের এসব নিয়ে জিজ্ঞেস করেছিলেন। তাকে বলেছি, দলে অনৈক্যের কোন কারণই ঘটেনি। আমরা সবাই একতাবদ্ধই আছি।
×