ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ফাইনালের আগে অপরাজিত থাকল ভারত

প্রকাশিত: ০৫:৫৭, ৪ মার্চ ২০১৬

ফাইনালের আগে অপরাজিত থাকল ভারত

স্পোর্টস রিপোর্টার ॥ নিজেদের শেষ ম্যাচে আরও বড় জয় নিয়ে অপরাজিত থেকেই এশিয়া কাপের ফাইনালে উঠল ভারত। বৃহস্পতিবার শেষ ম্যাচে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে দুর্বল আরব আমিরাতকে ৯ উইকেটে বিধ্বস্ত করেছে তারা। প্রথম ব্যাট করে আমিরাত ৯ উইকেটে ৮১ রানের মামুলি সংগ্রহ গড়েছিল তারা। জবাবে ১০.১ ওভারে ১ উইকেটে ৮২ রান তুলে জয় ছিনিয়ে নেয় ভারতীয় দল। টানা চার ম্যাচই জিতল সবার আগে ফাইনালে ওঠা ভারত। আর সব ম্যাচ হারল আমিরাত। চলতি এশিয়া কাপ টি২০ টুর্নামেন্টের দুই ফাইনালিস্ট নিশ্চিত হয়ে গেছে আগেই। এ কারণে ভারত-আমিরাত ম্যাচটি ছিল গুরুত্বহীন। ম্যাচ শুরুর আগে নিউজিল্যান্ডের কিংবদন্তি ব্যাটসম্যান মার্টিন ক্রোর মৃত্যুতে ১ মিনিট নীরবতা পালন করা হয়। দুর্বল আমিরাতের বিরুদ্ধে ম্যাচ। তাই রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা ও আশিষ নেহরা বিশ্রামে। হরভজন সিং, পবন নেগি ও ভুবনেশ্বর কুমার একাদশে। টস জিতে ব্যাট করতে নেমে আমিরাত নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ভারতীয় বোলারদের সাঁড়াশি আক্রমণে। চার নম্বরে নেমে একাই লড়ে গেছেন শায়মান আনোয়ার। তিনি ৪৮ বলে ৩ চার ও ১ ছক্কায় সর্বোচ্চ ৪৩ রান করেন। ওপেনার রোহান মুস্তাফা ছাড়া আর কোন ব্যাটসম্যানই দুই অঙ্কের কোঠায় যেতে পারেননি। শেষ পর্যন্ত ৯ উইকেটে ৮১ রানের মামুলি এক সংগ্রহ পায় আমিরাত। ভুবনেশ্বর মাত্র ৮ রানে দুটি উইকেট নেন। জবাব দিতে নেমে শুরু থেকেই রোহিত শর্মা তা-ব শুরু করেন। অপরপ্রান্তে নিস্পৃহই থেকেছেন শিখর ধাওয়ান। রোহিত ২৮ বলে ৭ চার ও ১ ছক্কায় ৩৯ রান করে বিদায় নেন। যুবরাজ সিং আগেভাগে নেমে বাকি কাজটুকু সেরে দেন ধাওয়ানের সঙ্গে। ১০.১ ওভারে মাত্র ১ উইকেট হারিয়ে ৮২ রান তুলে জয় নিশ্চিত করে ভারত। টানা ৪ ম্যাচই জিতল আগেভাগে ফাইনালে ওঠা মহেন্দ্র সিং ধোনির দল। স্কোর ॥ সংযুক্ত আরব আমিরাত ইনিংস- ৮১/৯; ২০ ওভার (শায়মান ৪৩, রোহান ১১, উসমান ৯, নাভিদ ৫; ভুবনেশ্বর ২/৮)। ভারত ইনিংস ॥ ৮২/১; ১০.১ ওভার (রোহিত ৩৯, যুবরাজ ২৫*, ধাওয়ান ১৬*; কাদির ১/২৩)। ফল ॥ ভারত ৯ উইকেটে জয়ী। ম্যাচসেরা ॥ রোহিত।
×