ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কানসাটে ফেন্সিডিলবাহী ট্রাক চাপা দিয়ে হত্যা করল দুই পুলিশ কর্মকর্তাকে

প্রকাশিত: ০৫:৩৫, ৪ মার্চ ২০১৬

কানসাটে ফেন্সিডিলবাহী ট্রাক চাপা দিয়ে হত্যা করল দুই পুলিশ কর্মকর্তাকে

স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ ॥ জেলার শিবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের কানসাট পুকুরিয়া এলাকায় বৃহস্পতিবার ভোরে ট্রাক চাপায় শিবগঞ্জ থানার দুই পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত ওই দুই পুলিশ কর্মকর্তা দিনাজপুর জেলার ফুলবাড়ী রাজারামপুর এলাকার আব্দুস সাত্তারের ছেলে উপ-পরিদর্শক সাদেকুল ইসলাম ও জয়পুরহাট জেলার ধীরতির সূতিঘাট এলাকার শাজাহানের ছেলে শিক্ষানবিস সার্জেন্ট আতাইল ইসলাম। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এম ময়নুল ইসলাম জানান, ট্রাকে মাদক পরিবহন করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কানসাট গোপালনগর মোড়ে একটি ট্রাককে থামানোর জন্য সিগন্যাল দেয় পুলিশ। সিগন্যাল অমান্য করে ট্রাকটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশের ওই দুই কর্মকর্তা মটর সাইকেল যোগে তাদের ধাওয়া করে। ভোর সাড়ে ৫টার দিকে কানসাট পল্লী বিদ্যুত মোড় এলাকায় ট্রাকটি তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তারা নিহত হন। খবর পেয়ে পুলিশ নিহত দুই পুলিশ কর্মকর্তার লাশ উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। বেলা ১১ টার দিকে শিবগঞ্জের কশিয়াবাড়িতে অভিযান চালিয়ে ঘাতক ট্রাক ও ট্রাকের চালক ঝালকাঠির নলছিটি উপজেলার মৃত আবদুল আওয়ালের ছেলে সিরাজ আলীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। গোয়েন্দা পুলিশের ওসি হামিদুর রহমান জানান, ওই ট্রাক থেকে ১৪৫০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। সে ফেনসিডিলগুলো ঢাকা নিয়ে যাচ্ছিল। চালক সিরাজ আলী ওই দুর্ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
×