ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নরসিংদীতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই শীর্ষ সন্ত্রাসী নিহত

প্রকাশিত: ০৫:৩৪, ৪ মার্চ ২০১৬

নরসিংদীতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই শীর্ষ সন্ত্রাসী নিহত

নিজস্ব সংবাদদাতা, নরসিংদী, ৩ মার্চ ॥ পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে জহিরুল ইসলাম (২৫) ও রাকিব (২৪) নামে দু’সন্ত্রাসী নিহত এবং হোসেন (২২) আলামিন (২৮) এবং মনিরুল (৩৮) গুরুতর আহত হয়েছে। নরসিংদী সদর উপজেলার নাগরিয়াকান্দি এলাকায় বৃহস্পতিবার ভোর ৪ টায় এ ঘটনা ঘটে। এলাকাবাসী জানায়, বুধবার সন্ধ্যায় শহরের ভাগদী মহল্লায় খোকন খন্দকার (৩২) ও আরিফ খন্দকার (৩৩) নামে দু’ব্যবসায়ীকে উল্লেখিত সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে। এ ঘটনায় নিহত খোকন খন্দকারের ভাই সেলিম খন্দকার বাদী হয়ে নরসিংদী সদর মডেল থানায় সন্ত্রাসী চাঁদাবাজ জহিরুল, হোসেন আলী, রাকিব, হেলাল, আলামিন মোল্লাসহ ১৪ জনের নামে একটি হত্যা মামলা দায়ের করে। মামলা দায়েরের পর বুধবার রাতে পুলিশ আসামি ধরতে শহরের নাগরিয়াকান্দি গেলে বৃহস্পতিবার ভোর ৪টার দিকে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের বন্দুকযুদ্ধ হয়। এতে গুলিবিদ্ধ হয়ে জহিরুল, রাকিব, হোসেন, আলামিন, মনিরুল গুরুতর আহত হয়। আহতদের মধ্যে নরসিংদী জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জহিরুল (২৫) ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রাকিব (২৪) মারা যায়। অপর আহত হোসেন, আলামিন ও মনিরুল ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। হতাহতরা সকলেই শহরের ভাগদী মহল্লার খোকন খন্দকার ও আরিফ খন্দকার হত্যা মামলার আসামি।
×