ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কুষ্টিয়ায় কৃষক হত্যা মামলায় দুই আসামির ফাঁসি

প্রকাশিত: ০৫:৩৩, ৪ মার্চ ২০১৬

কুষ্টিয়ায় কৃষক হত্যা মামলায় দুই   আসামির ফাঁসি

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া, ৩ মার্চ ॥ কুষ্টিয়ায় চাঞ্চল্যকর সবুজ হত্যা মামলার রায়ে দুই আসামিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদ- কার্যকরের আদেশ দিয়েছে বিচারিক আদালত। ফাঁসির দ-প্রাপ্তরা হলো দৌলতপুর উপজেলার দিঘলকান্দি গ্রামের আমির উদ্দিনের ছেলে রুবেল ও একই গ্রামের মুরা উদ্দিনের ছেলে সুজন। বৃহস্পতিবার দুপুরে এক জনাকীর্ণ আদালতে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক রেজা মোঃ আলমগীর হাসান এ রায় প্রদান করেন। রায় ঘোষণার সময় আসামিরা এজলাসে উপস্থিত ছিল। মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১১ সালের ৯ সেপ্টেম্বর ফাঁসির দ-প্রাপ্ত রুবেল ও সুজন পূর্ব সূত্রতার জের ধরে দিঘলকান্দি গ্রামের সেন্টু মোল্লার ছেলে সবুজ মোল্লাকে হত্যা ও মোটরসাইকেল ছিনতাইয়ের উদ্দ্যেশে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরবর্তীতে পাশ্ববর্তী মিরপুর উপজেলার রেল লাইনের পাশে সবুজের লাশ পাওয়া যায়। রংপুরে স্বামীর যাবজ্জীবন ॥ স্টাফ রিপোর্টার, রংপুর থেকে জানান, রংপুরে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামীর যাবজ্জীবন কারাদ- ও ১০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার দুপুরে রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২-এর বিচারক আবু জাফর মোঃ কামরুজ্জামান তার আদালতে এ আদেশ দেন। মামলার বিবরণে জানা গেছে, ২০০৬ সালের ১ নবেম্বর রাতে বদরগঞ্জ উপজেলার রামকৃষ্ণপুর নয়াপাড়া গ্রামের মিজানুর রহমান তার স্ত্রী গোলাপী বেগমকে শ্বাসরোধে হত্যা করে গলায় ওড়না পেঁচিয়ে ঘরের ভেতর বাঁশে ঝুলিয়ে রেখে শ্বশুর তালেব আলীকে খবর দেয় তার মেয়ে আত্মহত্যা করেছে বলে।
×