ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

থাইল্যান্ডে সহিংসতায় নিহত চার

প্রকাশিত: ০৪:২৪, ৪ মার্চ ২০১৬

থাইল্যান্ডে  সহিংসতায়  নিহত চার

থাইল্যান্ডের মুসলিম সংখ্যাগরিষ্ঠ সর্ব দক্ষিণাঞ্চলের প্রদেশে ২৪ ঘণ্টার সহিংসতায় চারজন নিহত হয়েছে। এদের মধ্যে একজন বৌদ্ধ রাবার চাষী রয়েছে। তাকে হত্যা করে পুড়িয়ে ফেলা হয়। খবর এএফপি’র। এ অঞ্চল কয়েক মাস ধরে তুলনামূলকভাবে শান্ত থাকার পর সম্প্রতি সহিংসতা বেড়ে যাওয়ার মধ্যে এসব হত্যার ঘটনা ঘটলো। ২০০৪ সালের পর থেকে এ অঞ্চলে সহিংসতায় সাড়ে ৬ হাজারের বেশী লোক প্রাণ হারায়। এদের বেশীর ভাগই বেসামরিক নাগরিক। স্থানীয় পুলিশ কর্নেল প্রাপনওয়াত খান্তিওয়ারানান্ত এএফপিকে বলেন, রাবার চাষী চাতচাই সায়িথংকে (৫৫) ইয়ালা প্রদেশের ইয়াহা এলাকায় বৃহস্পতিবার গুলি করে হত্যা করা হয়। পরে তার লাশ আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়।
×