ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

লেবাননকে আর্থিক সহায়তা বন্ধ করল সৌদি আরব

প্রকাশিত: ০৪:২৩, ৪ মার্চ ২০১৬

লেবাননকে আর্থিক সহায়তা বন্ধ করল সৌদি আরব

সৌদি আরব ও ইরান সিরিয়ার গৃহযুদ্ধে পরস্পর বিরোধী পক্ষগুলোকে সহায়তা করছে। দেশ দুটি সিরিয়ায় প্রক্সি যুদ্ধে লিপ্ত। এই বিরোধ এখন সিরিয়ার সীমান্ত পেরিয়ে লেবাননেও সম্প্রসারিত হয়েছে। সৌদি আরব বুধবার লেবাননকে শত শত কোটি ডলার আর্থিক সহায়তা বন্ধ করে দিয়েছে । খবর নিউইয়র্ক টাইমস অনলাইনের। লেবাননের সংখ্যাগরিষ্ঠ শিয়া সংগঠন হিজবুল্লাহর প্রধান পৃষ্ঠপোষক ইরান। লেবাননের সবচেয়ে প্রভাবশালী রাজনৈতিক, অর্থনৈতিক ও মিলিশিয়া সংগঠন হলো হিজবুল্লাহ। একে এখন শায়েস্তা করার জন্য সৌদি আরব লেবাননকে শত শত কোটি ডলার আর্থিক সহায়তা ছেঁটে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। সৌদি পর্যটকদেরও ভূমধ্যসাগরীয় দেশটি সফর না করার পরামর্শ দেয়া হয়েছে। সৌদি আরবের বিলাসী পর্যটকদের অন্যতম আকর্ষণীয় গন্তব্য ছিল লেবানন। এখন ইরানকে শিক্ষা দেয়ার জন্য লেবাননকে আর্থিকভাবে কোনঠাসা করতে চাইছে রিয়াদ। লেবাননে গৃহযুদ্ধের দীর্ঘ ইতিহাস রয়েছে। গৃহযুদ্ধের ধকল কাটিয়ে দেশটি স্বাভাবিক অবস্থায় ফিরেছিল বেশ কয়েক বছর আগে। দেশটি এখন বিপুলসংখ্যক ফিলিস্তিনী ও সিরীয় শরণার্থীকে আশ্রয় দিয়েছে।
×