ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ফুটপাথের অবৈধ দখল না ছাড়লে উচ্ছেদ অভিযান ॥ আনিসুল হক

প্রকাশিত: ০৪:১৯, ৪ মার্চ ২০১৬

ফুটপাথের অবৈধ দখল না ছাড়লে উচ্ছেদ অভিযান ॥ আনিসুল হক

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর বিভিন্ন সড়কের ফুটপাথ দখল করে রাখা দোকানের মালামাল সরাতে ব্যবসায়ী নেতাদের সহযোগিতা চাইলেন ঢাকা উত্তর সিটি কর্র্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক। তিনি বলেন, ফুটপাথে অবৈধ দখল সরাতে টানা সাতদিন সচেতনতামূলক প্রচার চালানো হবে। এরপরও যদি কেউ মালামাল না সরায় তবে উচ্ছেদ অভিযান শুরু হবে বলেও ব্যবসায়ীদের সতর্ক করেন মেয়র। বৃহস্পতিবার দুপুরে গুলশান ক্লাবে ‘নাগরিক দুর্ভোগ নিরসনে ব্যবসায়ীদের করণীয়’ শীর্ষক এক মতবিনিময় সভায় মেয়র এ হুঁশিয়ারি দেন। নাগরিক দুর্ভোগ দূর করা এবং সেবার মান বাড়াতে নেয়া উদ্যোগের অংশ হিসেবে ডিএনসিসি এ সভার আয়োজন করে। বিভিন্ন দোকান মালিক এতে অংশ নেন। মতবিনিময় সভায় আনিসুল হক বলেন, দখলদারদের বিরুদ্ধে আদালতে যেতে চাই না।
×