ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সম্পর্ক ছিন্নের পরও ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ ॥ সংবাদ সম্মেলন

কন্যা সন্তান জন্ম দেয়ায় সাতক্ষীরায় স্ত্রীকে তালাক

প্রকাশিত: ০৪:১৮, ৪ মার্চ ২০১৬

কন্যা সন্তান জন্ম দেয়ায় সাতক্ষীরায় স্ত্রীকে তালাক

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ পর পর দুই কন্যা সন্তান জন্ম দেয়ায় স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের অমানুষিক নির্যাতনের শিকার হয়েছেন এক গৃহবধূ। নির্যাতনের প্রতিবাদ করায় স্ত্রীকে তালাক দিয়েছে স্বামী। স্বামীর বিরুদ্ধে মামলা করায় তালাক দেয়া স্ত্রীর বাপের বাড়িতে এসে অপহরণ ও হত্যার হুমকি দেয়ার পাশাপাশি তাকে জোর করে স্বামী মাহমুদুল ধর্ষণের চেষ্টা করেছে বলে অভিযোগ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ অভিযোগ করেন দেবহাটা উপজেলার নওয়াপাড়া গ্রামের রেজাউল করিমের মেয়ে ও নির্যাতনের শিকার গৃহবধূ রুকাইয়া পারভীন ডেইজি। ডেইজি তার লিখিত বক্তব্যে বলেন, ২০০১ সালে পারিবারিকভাবে কালিগঞ্জ উপজেলার বন্দাকাটি গ্রামের মরহুম মহসিন আলীর ছেলে মাহমুদুল হাসানের সঙ্গে তার বিয়ে হয়। দাম্পত্য জীবনে দুটি কন্যা সন্তানের জন্ম দেন ডেইজি। পুত্রের বদলে কন্যা সন্তানের জন্ম দেয়ার অপরাধে স্বামী মাহমুদুল হাসান ও তার পরিবারের সদস্যরা তাকে প্রায়ই শারীরিক নির্যাতন করতে থাকে। পাশাপাশি দশ লাখ টাকা যৌতুকের দাবিতে তার স্বামী তাকে গুরুতর শারীরিক নির্যাতন ও জখম করে। ঘটনা জেনে ডেইজির বাবা ওই দিনই মাহমুদুল হাসানের কবল থেকে তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেন এবং তার স্বামীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন আছে। এক পর্যায়ে গত বছর ১ মার্চ স্ত্রীর সঙ্গে দাম্পত্য সম্পর্ক ছিন্ন করে ডেইজিকে তালাক দেয়। এদিকে স্বামীর সঙ্গে তার বৈবাহিক সম্পর্ক ছিন্ন হওয়ার পরও চলতি বছরের ২৭ জানুয়ারি মাহমুদুল হাসান সম্পূর্ণ অবৈধভাবে তার বাবার বাড়িতে ঢুকে তার ইচ্ছার বিরুদ্ধে তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এই ঘটনায় তিনি সাতক্ষীরা সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। এই মামলা দায়েরের পর মাহমুদুল হাসান নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে হাজির হয়ে তার স্ত্রীর সঙ্গে সকল বিবাদ মীমাংসা করবেন এবং প্রদত্ত তালাক প্রত্যাহারের জন্য গত ২ ফেব্রুয়ারি হলফনামা ঘোষণা করেন। কিন্তু এর পরও মাহমুদুল হাসান তাকে গ্রহণ না করে ২৭ ফেব্রুয়ারি তার বিরুদ্ধে অসত্য ও কুরুচিপূর্ণ বক্তব্য উপস্থাপন করে সংবাদ সম্মেলন করে তার সম্মানহানি করেছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন ডেইজি। সংবাদ সম্মেলনে তিনি প্রধানমন্ত্রী ও প্রশাসনের কাছে যৌতুকলোভী এবং নারী নির্যাতনকারী প্রতারক স্বামী মাহমুদুল হাসানের বিরদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ সময় তার সঙ্গে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিল তার দুই কন্যা উম্মে তাওফিকা তুলি এবং উম্মে তানহা পুতুল।
×