ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এবারও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের মেধা অন্বেষণ প্রতিযোগিতা

প্রকাশিত: ০৪:১৮, ৪ মার্চ ২০১৬

এবারও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের মেধা অন্বেষণ প্রতিযোগিতা

স্টাফ রিপোর্টার ॥ গত কয়েক বছরের ধারাবাহিকতায় এবারও দেশজুড়ে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের জন্য সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতার আয়োজন করছে শিক্ষা মন্ত্রণালয়। তিনটি গ্রুপে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী এবং সমমানের শিক্ষার্থীদের অংশগ্রহণে উপজেলা পর্যায়ে ১৫, ১৬, ১৮ ও ১৯ মার্চ হবে প্রতিযোগিতা। জেলা পর্যায়ে হবে ২২ মার্চ, ঢাকা মহানগরে ২৩ মার্চ, বিভাগ পর্যায়ে ২৪ মার্চ এবং জাতীয় পর্যায়ে ৩১ মার্চ এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় প্রতিযোগিতার সময়সূচী ঘোষণা করে বলেছে, দেশের সকল উপজেলার স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে তিনটি গ্রুপে (ষষ্ঠ থেকে অষ্টম, নবম থেকে দশম, একাদশ থেকে দ্বাদশ ও সমমান) নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে ৭ ও ৮ মার্চ ভাষা ও সাহিত্য, বিজ্ঞান, গণিত ও কম্পিউটার এবং বাংলাদেশ স্টাডিজ ও মুক্তিযুদ্ধ বিষয়ে এ প্রতিযোগিতা আয়োজনের জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হচ্ছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নির্বাচিত প্রতিযোগীদের নামের তালিকা শিক্ষা অফিস-ওয়েবসাইটে প্রাপ্ত নির্ধারিত আবেদনপত্র পূরণ করে ১০ মার্চ সংশ্লিষ্ট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বরাবর পাঠাতে হবে। পর্যায়ক্রমে উপজেলা থেকে জাতীয় পর্যায় পর্যন্ত এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে । প্রতিযোগিতার প্রতি ধাপে বিজয়ীদের পুরস্কৃত করা হবে। জাতীয় পর্যায়ে সেরা ১২ জনকে এক লাখ টাকা করে প্রদান করা হবে। ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় পর্যায়ে বিজয়ীদের পুরস্কৃত করবেন বলে আশা প্রকাশ করেছে মন্ত্রণালয়।
×