ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভোক্তার অধিকার সংরক্ষণে সেমিনার

টুকরো খবর

প্রকাশিত: ০৪:০৭, ৪ মার্চ ২০১৬

টুকরো খবর

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জে ভোক্তার অধিকার সংরক্ষণে বৃহস্পতিবার সেমিনার হয়েছে। এতে ক্যাব সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপ পরিচালক আবু সালেহ্ মহিউদ্দিন খাঁ। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট একেএম শওকত আলম মজুমদার সেমিনারে সভাপতিত্ব করেন। মাল্টিমিডিয়ায় ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯’ বিষয়ে একটি প্রতিবেদন উপস্থাপন করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুর রহমান। দানবাক্সের টাকা লুট নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ, ৩ মার্চ ॥ কেরানীগঞ্জে ইসলামাবাদ ইমামবাড়ী হাফেজিয়া ফোরকানিয়া মাদ্রাসা ও মসজিদের দানবাক্স ভেঙ্গে টাকা পয়সা লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। বুধবার রাতে জিনজিরা ইসলামাবাদ এলাকায় ঘটনাটি ঘটে। ইসলামাবাদ ইমামবাড়ী হাফেজিয়া ফোরকানিয়া মাদ্রাসা ও মসজিদের পরিচালনা কমিটির সভাপতি আলী হোসেন জানান, বৃহস্পতিবার সকালে মসজিদের মুয়াজ্জিন আমাকে ফোন করে জানায় দানবাক্স ভেঙ্গে কারা যেন টাকা পয়সা নিয়ে গেছে। কলেজ ছাত্রাবাসের ভিত্তিপ্রস্তর নিজস্ব সংবাদদাতা, কালকিনি, মাদারীপুর, ৩ মার্চ ॥ কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ছাত্রাবাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বুধবার সন্ধায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন মাদারীপুর-৩ আসনের এমপি ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম এমপি। কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি সোহাগ তালুকদারের সভাপতিত্ব সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক মুক্তিযোদ্ধা মিয়াজউদ্দিন খান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপিকা তাহমিনা সিদ্দিকী, উপজেলা চেয়ারম্যান তৌফিকুজ্জামান শাহীন, ভারপ্রাপ্ত ইউএনও মোঃ সাঈদুজ্জামান খান, পৌর মেয়র এনায়েত হোসেন ও অধ্যক্ষ খালেকুজ্জামান। যুবক গ্রেফতার স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ বৃহস্পতিবার ভোরে ব্রাহ্মণবাড়িয়ায় একটি রিভলবারসহ তফসির নামে এক যুবককে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ। শহরের কলেজপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। তফসির শহরের কান্দিপাড়া এলাকার মৃত হেফজুল বারীর ছেলে। চাঁদাবাজির মামলা থেকে অব্যাহতি নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ৩ মার্চ ॥ চাঁদাবাজির মামলা থেকে বেকসুর খালাস পেলেন ঝিনাইগাতী প্রেসক্লাবের সভাপতি খোরশেদ আলম। ৩ মার্চ জেলা যুগ্ম দায়রা জজ (প্রথম) আদালতের বিচারক মোহাম্মদ হারুন-অর রশিদ তাকে খালাসের নির্দেশ দেন। জানা যায়, ২০১৩ সালে সংবাদ প্রকাশের ঘটনার জের ধরে পুলিশ প্রশাসন ও কতিপয় রাজনীতিকের ষড়যন্ত্রে স্থানীয় সাংবাদিকদের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। ওই অবস্থায় স্থানীয় তথাকথিত এক সংবাদকর্মীকে বাদী করে ৫০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগে সাংবাদিক খোরশেদ আলমের বিরুদ্ধে থানায় মামলাটি দায়ের করে। পরবর্তীতে থানা পুলিশ সঠিক তদন্ত না করে আদালতে খোরশেদ আলমের বিরুদ্ধে চার্জশীট দাখিল করে। আবাসিক প্রশিক্ষণ কেন্দ্রে ডাকাতি স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী নগরীর উপকণ্ঠ পবায় বেসরকারী সংস্থা আশ্রয়ের আবাসিক ট্রেনিং সেন্টারে ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার গভীর রাতে শাহ মখদুম থানার পাকুড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।
×