ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিশ্ব বন্যপ্রাণী উৎসব উদযাপিত

প্রকাশিত: ০৪:০৬, ৪ মার্চ ২০১৬

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে  বিশ্ব বন্যপ্রাণী  উৎসব উদযাপিত

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ ‘আমাদের হাতেই বন্যপ্রাণীর ভবিষ্যৎ’ এ প্রতিপাদ্য নিয়ে বৃহস্পতিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জারুলতলায় উদযাপিত হয় দিনব্যাপী বিশ্ব বন্যপ্রাণী উৎস। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাণীবিদ্যা বিভাগ এবং চিটাগাং ইউনিভার্সিটি বার্ড ক্লাব (সিইউবিএস)-এর যৌথ উদ্যোগে আয়োজিত সকাল ১০টায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ উৎসব উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। উপাচার্য তাঁর বক্তব্যে বলেন, পরিবেশগত ভারসাম্যহীনতার কারণে বর্তমান বিশ্ব আজ মারাত্মক হুমকির সম্মুখীন। মানবজাতির ইতিবাচক মনোবৃত্তি, সক্রিয় কার্যকর অংশগ্রহণ এবং টেকসই ব্যবস্থাপনা সুনিশ্চিত না হলে আমাদের ভবিষ্যত অন্ধকার এটি অপ্রিয় হলেও সত্য। পরিবেশ সুরক্ষায় জীববৈচিত্র্য তথা আমাদের বৃক্ষরাজি ও প্রাণীকূল বিশেষ করে বন্যপ্রাণীকে বাঁচাতে সকলকেই সচেতন হয়ে আন্তরিকতার সাথে এগিয়ে আসতে হবে। মাদারীপুরে নববধূ খুন ॥ আসামিদের গ্রেফতার দাবি নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ৩ মার্চ ॥ ৫ লাখ টাকা যৌতুকের জন্য উন্নতি ম-ল নামে এক নববধূ হত্যার বিচার ও আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বৃহস্পতিবার বিকেল ৫টায় রাজৈরের আমগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধনে এলাকার ৫শতাধিক নারী-পুরুষ ও শিশু-কিশোর অংশ নেয়। এ সময় তারা দ্রুত আসামিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান। এর আগে নিহত নববধূ উন্নতির বাড়ি থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে এলাকাবাসী। খুলনায় চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে ধর্মঘট স্টাফ রিপোর্টার, খুলনা অফিস॥ খুলনার তেরখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার আব্দুল্লাহ আল মামুনের ওপর হামলাকারীরা গত ৫ দিনেও গ্রেফতার হননি। এ নিয়ে খুলনার চিকিৎসকদের মধ্যে চরম ক্ষোভ সৃষ্টি হয়েছে। আসামিদের গ্রেফতারের দাবিতে বৃহস্পতিবার ধর্মঘট পালন করেছেন জেলার সকল সরকারী-বেসরকারী হাসপাতাল ও ক্লিনিকের চিকিৎসকরা। হবিগঞ্জে জুয়া খেলা নিয়ে সংঘর্ষে আহত ৪৫ নিজস্ব সংবাদদাতা,হবিগঞ্জ, ৩ মার্চ ॥ জুয়া খেলতে বাধা দেয়া নিয়ে বৃহস্পতিবার সকালে বানিয়াচঙ্গের কুশিয়ারা গ্রামে দু’দল লোকের মধ্যে সংর্ঘষে আহত হয়েছে অন্তত ৪৫ জন। এর মধ্যে গুরুতর আহত ৩৫ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে অবস্থার অবনতি ঘটায় ৫ জনকে এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। পুলিশ জানায়, ওই গ্রামের বাসিন্দা ও সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের এক মেম্বারের প্রত্যক্ষ নির্দেশে একই গ্রামের জনৈক আব্দাল মিয়া প্রতিরাতে জুয়ার আসর বসিয়ে হাজার হাজার টাকা হাতিয়ে নেয়। এরই ধারাবাহিকতায় বুধবার রাতে আবারও জুয়ার আসর বসালে জনৈক কালন মিয়ার নেতৃত্বে গ্রামবাসী বাধা দেয়। অপহৃত প্রবাসী ১৫ দিন পর কুমিল্লায় উদ্ধার, দুই সহোদর আটক নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ৩ মার্চ ॥ ঢাকা থেকে সিয়াম আহমেদ মাহিন নামে এক লিবিয়া প্রবাসীকে অপহরণ করে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। র‌্যাব-১১র একটি দল ১৫ দিন পর বৃহস্পতিবার বিকেলে ওই প্রবাসীকে কুমিল্লার দাউদকান্দি থেকে উদ্ধার করে এবং অপহরণকারী চক্রের সদস্য দুই সহোদরকে আটক করে। জানা গেছে, হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার পানচাড়াই গ্রামের হেলাল উদ্দিনের পুত্র লিবিয়া প্রবাসী সিয়াম আহমেদ মাহিনকে দুর্বৃত্তরা ১৫ দিন আগে ঢাকার পল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এলাকা থেকে অপহরণ করে। তারা মাহিনের পিতা হেলাল উদ্দিন ও ভাই বাহার মিয়ার মোবাইল ফোনে প্রথমে এক কোটি টাকা এবং পরে ৫০ লাখ টাকা দাবি করে আসছিল। র‌্যাব জানায়, বৃহস্পতিবার দাউদকান্দি উপজেলার ভিটমান গ্রামের সাদেক মেম্বারের বাড়ি ঘেরাও করে ঘরে তালাবদ্ধ অবস্থায় প্রবাসী সিয়াম আহমেদ মাহিনকে উদ্ধার করা হয় এবং জড়িত সাদেক মেম্বারের পুত্র মোতালেব হোসেন ও আক্তার হোসেনকে আটক করা হয়।
×