ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ব্রাহ্মণবাড়িয়ায় কুলিকে পিটিয়ে হত্যা

প্রকাশিত: ০৪:০৫, ৪ মার্চ ২০১৬

ব্রাহ্মণবাড়িয়ায় কুলিকে পিটিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ বিজয়নগরে এক শ্রমিককে পিটিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর একটার দিকে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের মুকুন্দপুর রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত এলাস মিয়া (৪২) উপজেলার কামালমোড়া গ্রামের আবেদ মিয়ার ছেলে। এ ঘটনায় নিহত এলাস মিয়ার ভাই সাঈদ মিয়া (২৫) গুরুতর আহত হয়েছেন। তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাহাড়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মাঈন উদ্দিন জানান, দুপুরে উপজেলার মুকুন্দপুর রেলস্টেশনে সিলেট থেকে ছেড়ে আসা ডেমু ট্রেন থেকে ডাব নামানোর সময় ট্রেনের জাকির মিয়ার শরীরে ধাক্কা লাগে। একে কেন্দ্র করে ওই ডাব ব্যবসায়ী ও জাকির মিয়ার মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে তাদের ঝগড়ায় বাধা প্রদান করে রেলওয়ে শ্রমিক (কুলি) এলাস মিয়া। তখন এলাস মিয়ার সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে জাকির মোবাইল ফোনে তার গ্রাম সেজামুড়া থেকে কয়েকজনকে ডেকে এনে এলাস ও তার ভাই সাঈদকে বেধরক মারধর করেন। বরিশালে যুবকের লাশ উদ্ধার স্টাফ রিপোর্টার, বরিশাল থেকে জানান, নিখোঁজের দুই দিন পর এক যুবকের মৃতদেহ খয়রাবাদ নদী থেকে উদ্ধার করেছে বরিশাল বন্দর থানা পুলিশ। বৃহস্পতিবার সকালে নিহতের লাশের ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। বন্দর থানার ওসি মোঃ মাহাবুবুল আলম জানান, বাকেরগঞ্জ পৌর এলাকার ৮নং ওয়ার্ডের বাসিন্দা আশ্রাফ আলী হাওলাদারের পুত্র আরিফ হাওলাদার (২৪) রহস্যজনক কারণে গত ২৯ ফেব্রুয়ারি রাতে নিখোঁজ হন। পরেরদিন বাকেরগঞ্জ থানায় পরিবারের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি করা হয়। দিনাজপুরে আগুনে পুড়ে শিশুর মৃত্যু স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ ফুলবাড়ী উপজেলার পল্লীতে আগুনে পুড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। দিনাজপুর পুলিশ কন্ট্রোলরুম সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের আমবাড়ী গুচ্ছগ্রামের নাউয়ার মোড়ে হামিদুল ইসলামের বাড়িতে অগ্নিকা-ের ঘটনা ঘটে। গৃহকর্তা হামিদুলের ঘরে থাকা ১০ বছরের পুত্র মোঃ আরিফ ওই ঘরে আটকে পড়ে আগুনে পুড়ে মারা যায়। ফেঞ্চুগঞ্জে অগ্নিকা- স্টাফ রিপোর্টার, সিলেট থেকে জানান, ফেঞ্চুগঞ্জ উপজেলার গিলাছড়া ইউনিয়নের বাদেদেউলি গ্রামের একটি বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন। সীতাকু-ে চতুদর্শী মেলা উপলক্ষে রেলের বিশেষ ব্যবস্থা স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ সীতাকু-ে শিব চতুদর্শী মেলা উপলক্ষে কাল শনিবার থেকে ৫ দিনব্যাপী রেলের বিশেষ কার্যক্রম শুরু হচ্ছে। এ উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের তীর্থস্থানে যাতায়াতের জন্য চারটি আন্তঃনগর ট্রেনের ব্যবস্থা হয়েছে। তীর্থযাত্রীদের ওঠানামার সুবিধার্থে সীতাকু- স্টেশনে এসব ট্রেন দুই মিনিট অনির্ধারিত যাত্রাবিরতি করবে। এছাড়াও অতিরিক্ত কোচ সংযোজনের মধ্য দিয়ে মেইল ও এক্সপ্রেস ট্রেনগুলোতে যাত্রী বহনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
×