ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মানিকগঞ্জে ট্রাক চাপায় বিএনপি নেতা নিহত

প্রকাশিত: ০৪:০৪, ৪ মার্চ ২০১৬

মানিকগঞ্জে ট্রাক চাপায় বিএনপি নেতা নিহত

নিজস্ব সংবাদদাতা, মানিকগঞ্জ, ৩ মার্চ ॥ ঢাকা-আরিচা মহাসড়কের মুলজান এলাকায় মাটিভর্তি একটি ট্রাকের চাপায় ঘিওর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী বজলুল হক (৫০) নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে ওই দুর্ঘটনা ঘটে। নিহত বজলু ঘিওর উপজেলার হযরত আলীর ছেলে । জানা গেছে, সকালে ঘিওর থেকে ব্যাংক কর্মকর্তা নুরুল হকের মোটরসাইকেলে মানিকগঞ্জে আসার পথে ঢাকা-আরিচা মহাসড়কের মুলজানে মাটি ভর্তি ট্রাকটি তাদের চাপা দেয়। এ সময় দুজনই গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে বজলুল হক মারা যান। সীতাকু-ে কিশোর নিজস্ব সংবাদদাতা সীতাকু- চট্টগ্রাম থেকে জানান, সীতাকু-ে সড়ক দুর্ঘটনায় তানভীর আলম (১৪) নামে এক কিশোর নিহত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার সোনাইছড়ি পাক্কা মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, উপজেলার সোনাইছড়ি পাক্কা মসজিদ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পূর্বপাশ থেকে পশ্চিম পাশে পার হওয়ার সময় চট্টগ্রামমুখী দ্রুতগতির চয়েস পরিবহন কিশোর তানভীরকে চাপা দিলে ঘটনাস্থলে নিহত হয়। হবিগঞ্জে শিশু ছাত্রী নিজস্ব সংবাদদাতা হবিগঞ্জ থেকে জনান, বৃহস্পতিবার সকাল সোয়া ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের চালিতাতলায় শ্যামলী পরিবহনের একটি বাস স্বর্ণা আক্তার (৮) নামে এক মাদ্রাসাছাত্রীকে চাপা দিলে ঘটনাস্থলেই সে নিহত হয়। সে সংশ্লিষ্ট উপজেলাধীন নারিকেলতলা গ্রামের বাসিন্দা আফজাল মিয়ার মেয়ে এবং চালিতাতলা মাদ্রাসার ৩য় শ্রেণীর ছাত্রী। এর জের ধরে ওই সড়ক প্রায় দেড় ঘণ্টা অবরোধ করে রাখে বিক্ষুব্ধ জনতা। এ সময় সড়কে উভয় দিক থেকে আসা শত শত যানবাহন আটকা পড়ে যাত্রী দুর্ভোগ চরমে উঠলে পুলিশ হস্তক্ষেপ করে। এতে যান চলাচল স্বাভাবিক হয়। যশোরে আহত ২০ স্টাফ রিপোর্টার বেনাপোল থেকে জানান, শার্শায় দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। এর মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। বৃহস্পতিবার সকালে যশোর-বেনাপোল মহাসড়কের উপজেলার ত্রিমোহিনী শ্যামলাগাছি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
×