ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

খাল খননের নামে বিনা নোটিসে উচ্ছেদ

রানীনগরে শতাধিক পরিবার চার দিন খোলা মাঠে

প্রকাশিত: ০৪:০৪, ৪ মার্চ ২০১৬

রানীনগরে শতাধিক পরিবার চার দিন খোলা মাঠে

বিশ্বজিৎ মনি, নওগাঁ ॥ কোন প্রকার নোটিস না দিয়ে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ রানীনগর উপজেলার মিরাট ইউনিয়নের ধনপাড়া মৌজায় তিন নম্বর স্লুইসগেট থেকে শ্রীমতখালী খাল খননের নামে খালের দু’পাশে ধনপাড়া ও হামিদপুর গ্রামে বসবাসরত ভূমিহীনদের শতাধিক পরিবারের ঘরবাড়ি ভেঙ্গে গুঁড়িয়ে দিয়েছে। এতেই তারা ক্ষান্ত হয়নি। খালের তীর ঘেঁষে হামিদপুর গ্রামের মৎস্যজীবী সম্প্রদায়ের ব্যক্তিমালিকানাধীন জমির ওপর নির্মিত বাড়িঘরও ভেঙ্গে দেয়ার হুমকি দেয়া হয়েছে। তাদের এই তা-ব লীলায় অসহায় মানুষের ঘরবাড়ি, আসবাবপত্রসহ অন্যান্য সম্পদের ব্যাপক ক্ষতি হয়েছে। হঠাৎ ঘরবাড়ি ভাংচুর ও খালের মাটি দিয়ে বাড়ির জায়গা ভরাট করে দেয়ায় ভয়ে-আতঙ্কে ওই এলাকার মানুষ শিশুসন্তানসহ গত ৪ দিন ধরে খোলা আকাশের নিচে অনাহারে-অর্ধহারে অবস্থান করছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বৃহস্পতিবার পর্যন্ত কেউ তাদের খোঁজ নিতে এগিয়ে আসেনি বলে ক্ষতিগ্রস্তরা জানান। বৃহস্পতিবার সকালে সরেজমিন গিয়ে দেখা গেছে, রানীনগর উপজেলার মিরাট ইউনিয়নের ধনপাড়া ৩ নম্বর স্লইসগেট থেকে পানি উন্নয়ন বোর্ডের সদ্য হস্তান্তরিত শ্রীমতখালী খালে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ রানীনগর জোনের তত্ত্বাবধানে পুনর্খনন কাজের জন্য জিওবি তহবিল থেকে বরাদ্দকৃত প্রায় পৌনে দুই কোটি টাকার কাজ শুরু করেছে। প্রথম গ্রুপের ৬৫ লাখ টাকা ব্যয়ে এক কিলোমিটার খাল খনন কাজের জন্য গত ২৮ ফেব্রুয়ারি রাজশাহীর লক্ষ্মীপুর মহল্লার মেসার্স তাহ্মিদ এন্টারপ্রাইজকে খনন কাজের কার্যাদেশ প্রদান করলে ঠিকাদার কর্তৃপক্ষ খনন কাজ শুরু করে ধনপাড়া ও হামিদপুরে বসবাসরত অসহায় দরিদ্রদের কোন প্রকার উচ্ছেদ নোটিস না দিয়ে প্রায় ২শ’ বাড়ির মধ্যে ইতোমধ্যেই শতাধিক ঘরবাড়ি গুঁড়িয়ে দিয়ে খালের মাটি দ্বারা বাড়ির জায়গাগুলো ভরাট করে দিচ্ছে। এতে প্রায় ৬ শতাধিক ক্ষতিগ্রস্ত অসহায় মানুষ খোলা আকাশের নিচে ছোট-বড় সন্তান-সন্ততি নিয়ে ৪ দিন যাবত মানবেতর জীবনযাপন করছে। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ রানীনগর জোনের সহকারী প্রকৌশলী তিতুমীর রহমান উর্ধতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া সাংবাদিকদের এই খাল খনন সম্পর্কে কোন তথ্য দিতে পারবে না বলে সাফ জানিয়ে দিয়েছে। উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া বিনতে তাবিব জানান, বরেন্দ্র কর্তৃপক্ষের শ্রীমতখালী খাল খননের কারণে খালপাড়ের অসহায় গরিবদের বসতবাড়ির ব্যাপক ক্ষতি হচ্ছে এবং খোলা আকাশের নিচে তারা বাস করছে এটা অমানবিক। বিষয়টি তিনি খতিয়ে দেখছেন বলে জানান।
×