ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

যুবলীগের সম্মেলন

পোস্টারে ছেয়ে গেছে রাজশাহী নগরী

প্রকাশিত: ০৪:০২, ৪ মার্চ ২০১৬

পোস্টারে ছেয়ে গেছে রাজশাহী নগরী

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী শহরময় ঢাকা পড়েছে পোস্টার, ব্যানার, বিলবোর্ডে। কোথাও বাদ নেই। নগরীর এ প্রান্ত থেকে ওপ্রান্ত দৃষ্টি দিলেই একটা সাজসাজ ভাব। ভবনের দেয়াল, সুদৃশ্য ভাস্কর্য কিংবা সড়কের আইল্যান্ড কোথাও একচিলতে জায়গা ফাঁকা নেই। ব্যানার- ফেস্টুনে ভরা সর্বত্র। বিশাল আয়োজন। যে কেউ এই মুুহূর্তে রাজশাহী নগরে পা দিলেই চোখে পড়বে কেবল ব্যানার-ফেস্টুন। অতীতের সব রেকর্ড ভেঙ্গে নগরজুড়ে সাটানো হয়েছে এসব। এ আয়োজন রাজশাহী মহানগর যুবলীগের সম্মেলন ঘিরে। শুধু এ সম্মেলন ঘিরে ব্যয় করা হয়েছে কয়েক কোটি টাকা। দীর্ঘ ১২ বছর পর সম্মেলন ঘিরে চাঙ্গা হয়ে উঠেছে রাজশাহী মহানগর যুবলীগ। আগামী শনিবার অনুষ্ঠিব্য সম্মেলনকে ঘিরে নগরজুড়ে ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে নেতাকর্মীদের মধ্যে। শহরে এখন নেতাদের ছবি সম্বলিত বড় বড় বিলবোর্ড শোভা পাচ্ছে। প্রতিদিন চলছে মাইকিং। সন্ধ্যা হলেই আনন্দ মিছিল। আওয়ামী লীগের এ অঙ্গসংগঠনের পদ পেতে যত আয়োজন। এরই মধ্যে মাঠে নেমে পড়েছেন তরুণ নেতারা। বিশেষ করে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে হাফডজন তরুণ নেতা কাউন্সিলরসহ নগর আওয়ামী লীগের নেতাদের সমর্থন আদায়ে বিভিন্ন কৌশলে তৎপরতা চালাচ্ছেন। এতে বেড়েছে তৃণমূল নেতাদেরও কদর। ফলে এবার নেতৃত্বে পরিবর্তন আসতে পারে ক্ষমতাসীন দলের প্রধান সহযোগী সংগঠন নগর যুবলীগে। নগর যুবলীগের সভাপতি রমজান আলী বলেন, এবার ৬৩২ কাউন্সিলর রয়েছে। তবে প্রতিটি ওয়ার্ড থেকে বিশেষ কাউন্সিলর করার জন্য আরও ৬৮ জনের নামের তালিকা পাঠানো হয়েছে কেন্দ্রীয় কমিটির কাছে। সেটি অনুমোদন হলে ৭০০ কাউন্সিলর নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্ব তৈরি করবেন। সম্মেলনের ভেন্যু নির্ধারণ করা হয়েছে নগরীর আলুপট্টি মোড়ের বঙ্গবন্ধু চত্বর। সম্মেলনের উদ্বোধন করবেন কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী। প্রধান অতিথি থাকবেন রাজশাহী নগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন ও প্রধান বক্তা থাকবেন কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক হারুনার রশিদ।
×