ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বাগেরহাটে আ’লীগ প্রার্থীদের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বী নেই

বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৩৪ ইউপি চেয়ারম্যান নির্বাচিত হচ্ছেন

প্রকাশিত: ০৪:০২, ৪ মার্চ ২০১৬

বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৩৪ ইউপি চেয়ারম্যান নির্বাচিত হচ্ছেন

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বাগেরহাট জেলায় ৩৪টি ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন। ক্ষমতাসীন দলের এসকল প্রার্থীর বিরুদ্ধে কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী নেই। মনোনয়নপত্র প্রত্যাহার শেষে জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, বাগেরহাট সদর উপজেলার ১০টির মধ্যে নয়টি ইউনিয়ন, চিতলমারী ও মোল্লাহাট উপজেলার ১৩টি ইউনিয়ন, কচুয়ার চার, রামপালের দুটি, মোরেলগঞ্জের তিনটি, ফকিরহাট উপজেলার দুটি ও মংলার একটি ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হচ্ছেন। গত ২২ ফেব্রুয়ারি মনোনয়নপত্র জমার শেষ দিনে জেলার ১৯টি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী ছাড়া আর কেউ মনোনয়নপত্র জমা দেয়নি। মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে আরও সাতটি ইউনিয়নে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়নপত্র বিভিন্ন কারণে বাতিল হয়। বুধবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে আরও আটটি ইউনিয়নে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করেন। এদিকে জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দিপু অভিযোগ করেন, তফসিল ঘোষণার পর থেকে আওয়ামী লীগসমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী ও তাদের সমর্থকরা বিএনপির প্রার্থীদের ভয়ভীতি ও বাধা দেয়ায় ১৯ ইউনিয়নে বিএনপিদলীয় প্রার্থী মনোনয়নপত্র দাখিল করতে পারেননি। গত কয়েক দিনে অব্যাহত হুমকি ও বেপরোয়া চাপের কারণে আরও কয়েকজন মনোনয়নপত্র প্রত্যাহার করতে বাধ্য হয়েছেন। তবে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু বলেন, বিএনপির নেতার এসব অভিযোগ ভিত্তিহীন। বিএনপি সাংগঠনিক দুর্বলতার কারণে সব ইউনিয়নে প্রার্থী দিতে পারেনি। এখন তারা ব্যর্থতার দায় আওয়ামী লীগের ওপর চাপানোর চেষ্টা করছে। বৃহস্পতিবার জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ রুহুল আমিন মল্লিক বলেন, আওয়ামী লীগ ৭৪টির সব কটি ইউনিয়নে এবং বিএনপি ৪২টি ইউনিয়নে মনোনয়নপত্র জমা দিয়েছিল। মোট ৩৪ ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের প্রার্থীরা বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হচ্ছেন।
×