ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

স্মার্ট আর্ম

প্রকাশিত: ০৩:৫১, ৪ মার্চ ২০১৬

স্মার্ট আর্ম

দুটির বদলে তিন হাত হলে সুবিধাই হতো বেশ, গানের সুরে তাল মেলাতে মেলাতে এমনটি ভেবে থাকে অনেক ড্রামবাদক। দুই ফুট লম্বা ‘স্মার্ট আর্ম’ কাজে লাগিয়ে এবার একই সময়ে তিন ড্রাম বাজানোর সুযোগ পাবে তারা। বিল্ট ইন সেন্সর ও প্রোগ্রামিং সুবিধার কৃত্রিম এ রোবটিক হাত কাঁধের সঙ্গে জুড়ে দিলেই বাদকের নড়াচড়া শনাক্ত করার পাশাপাশি গানের ধরন অনুযায়ী আস্তে বা জোড়ে ড্রাম বাজাতে পারে। সূত্র : সায়েন্স ডেইলি
×