ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রহস্যময় কমোডো ড্রাগন

প্রকাশিত: ০৩:৫০, ৪ মার্চ ২০১৬

রহস্যময় কমোডো ড্রাগন

প্রাণী বিজ্ঞানের ইতিহাসে সবচেয়ে বেশি রহস্য সৃষ্টি করে রেখেছিল এটি। যদিও স্থলচর দীর্ঘাকৃতির সরীসৃপ এটি তবুও এটি সাধারণ মানুষ তো বটেই এমনকি প্রাণী বিজ্ঞানীদেরও চোখ এড়িয়ে চলেছিল বিংশ শতাব্দীর মধ্যভাগ পর্যন্ত। ইন্দোনেশিয়ার কমোডো এবং আশপাশের তিনটি দ্বীপে ছিল এদের বসতি। মনিটর জাতীয় বিশাল গিরগিটির জাতিভাই এই ড্রাগন। শ্রীলঙ্কার কাব্রাগোয়াকেও এর নিকটতম প্রজাতি বলে মনে করা হয়। বর্তমানে এটি পৃথিবীর সবচেয়ে বড় গিরগিটি। নির্জনতা প্রিয়। শুকর, হরিণ, কাঁকড়া, পাখি যা পায় সব খায়। এদের শরীরে প্রচ- শক্তি, বিশেষ করে লেজে। লেজের এক আঘাতে একটা শক্তিশালী ঘোড়াকেও কাবু করে ফেলতে পারে। শিকারিরা যাতে কমোডো আর তিনটি দ্বীপের ছায়াও মাড়াতে না পারে সে জন্যে আইন করা হয়েছে। দ্বীপের প্রচলিত রীতি অনুসারে এদের শিকার করা মারাত্মক অপরাধ। তাই পৃথিবীর অন্য সব জায়গায় এরা প্রায় বিলুপ্ত হয়ে গেলেও এখনও বহাল তবিয়তে বাস করছে এই কমোডো দ্বীপে। সূত্র : লাইফ সায়েন্স
×