ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

টুটুল মাহফুজ

পুরুষ মাছে মেয়েলি জিন

প্রকাশিত: ০৩:৫০, ৪ মার্চ ২০১৬

পুরুষ মাছে মেয়েলি জিন

যারা পুরুষ হওয়া সত্ত্বেও বহন করছে মাতৃ মাছের গুণাগুণ- এরকম কিছু প্রজাতির মাছের পেটে রয়েছে ডিম। যারা কিছু দিনের মধ্যে বাচ্চা মাছ ছাড়বে। বিজ্ঞানীরা এ অবস্থাকে বলছে ‘ইন্টার সেক্স’। অর্থাৎ নিজের সঙ্গেই সেক্স। সম্প্রতি উত্তর-পূর্ব আমেরিকার প্লাবন বনভূমিতে কয়েক প্রজাতির মাছের ওপর চালোনো হয় কিছু পরীক্ষা-নিরীক্ষা। এ পরীক্ষার ফলাফল বলছে কিছু পুরুষ মাছের সন্ধান পাওয়া গেছে, যারা পুরুষ হওয়া সত্ত্বেও বহন করছে মাতৃ মাছের গুণাগুণ। গবেষকরা প্রাথমিকভাবে জানিয়েছেন, হরমোনজনিত কারণে এমন হতে পারে। হতে পারে একটি দীর্ঘ সময়ের অভিযোজনের ফলে এ প্রজাতির মাছের দেহ থেকে শেষ হয়ে যাচ্ছে পুরুষালী হরমোন। আর এ ফাঁকা স্থান পূর্ণ হচ্ছে মেয়েলি হরমোন দিয়ে। ভার্জিনিয়ার ন্যাশনাল ফিশ হেলথ রিসোর্স ল্যাবরেটরির গবেষক ভিকি ব্লাজার মনে করছেন, ‘ইন্টার সেক্স’ অবশ্যই স্বাভাবিক কিছু না। এটা পরিবেশের সার্বিক অবস্থার ওপর হুমকি। উত্তর-পূর্ব আমেরিকার মিসিসকুই ন্যাশনাল ওয়াইল্ড ফরেস্টে সিলভার ম্যাপল, লাংকি এবং ব্যারা নামের এই তিন প্রজাতির মাছের ওপর চালানো হয় এ গবেষণা। আমেরিকার একদল মৎস্য গবেষক আমেরিকায় অবস্থিত এমন ১৯টি বনভূমি ও প্লাবন বনভূমি এলাকায় গবেষণার কাজ করছে। এর মধ্যে আমেরিকা কানাডার সীমান্ত থেকে ৬০ মাইল উত্তরে অবস্থিত মিসিসকুই ন্যাশনাল ওয়াইল্ড ফরেস্টে গবেষণাকালে তারা এ তথ্য জানান। বিজ্ঞানীরা বলছে, পরিবেশের কারণে ম্যাপল, লাংকি এবং ব্যারা মাছের লিঙ্গ হরমোন পরিবর্তন হয়ে যাচ্ছে। তারা বলছে, এটা কোন প্রাকৃতিক কারণ নয়। মানুষ সৃষ্ট কারণে এর প্রভাব পড়ছে প্রকৃতিতে। যার ফল ভোগ করছে মাছেরা। তবে গবেষক ও বিজ্ঞানীরা বলেছেন, শুধু মাছই নয় পরিবেশের ওপর এমন প্রভাবের ফল মানুষকেও ভোগ করতে হতে পারে, যা বাস্তব অর্থে সত্যিই বড় ধরনের হুমকি। আমাদের প্রাণিজগতে ক্লাউন ফিশ, গ্রুপার এবং গোবি নামে তিন ধরনের মাছ আছে। যারা জন্মগতভাবেই পরিবর্তন করতে পারে তাদের লিঙ্গ। আর এটা সম্পূর্ণ প্রাকৃতিক। গবেষকরা বলছেন, তবে তাদের এ ক্ষমতা তাদের পরিবেশে টিকে থাকতে সাহায্য করে। পরিবেশের সঙ্গে খাপখাওয়াতে সাহায্য করে। বিজ্ঞানীরা এ পদ্ধতিকে বলেছেন বিশেষ অভিযোজন। বিজ্ঞানীরা এ অবস্থার কারণ প্রাথমিকভাবে ধারণা করছে দূষিত পানি। মানুষের মাধ্যমে দূষিত হচ্ছে পানি। কোন না কোনভাবে দূষিত হচ্ছে এ বনভূমির পানি। তারা বলছে, বাস্তুসংস্থানের জন্য পানি অপরিহার্য। ‘ইন্টার সেক্স’ বিষয়টির সঙ্গে পানি সম্পর্কিত।
×