ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বেশিরভাগ কোম্পানির দরপতনে লেনদেন কমেছে

অবশেষে পুঁজিবাজারে সূচক বাড়ল

প্রকাশিত: ০৩:৪৪, ৪ মার্চ ২০১৬

অবশেষে পুঁজিবাজারে সূচক বাড়ল

অর্থনৈতিক রিপোর্টার ॥ টানা সূচকের পতনের পর সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবারে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন ইতিবাচক ধারায় শেষ হয়েছে। এইদিন প্রধান বাজার ডিএসইর সব ধরনের সূচক বেড়েছে। তবে সূচক বাড়লেও কমেছে তুলনায় লেনদেনের পরিমাণ। ডিএসইতে লেনদেন হয়েছে ৩৩৬ কোটি ৯৬ লাখ টাকার। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) হয়েছে লেনদেনও হয়েছে ইতিবাচক ধারায়। এইদিন এই স্টক এক্সচেঞ্জে লেনদেন হয়েছে ২২ কোটি টাকার। বাজার পর্যালোচনায় দেখা গেছে, সকাল থেকেই আগের পতনের ধারাবাহিকতা থেকে বের হয়ে আসে পুঁজিবাজার। তবে বিনিয়োগকারীদের অংশগ্রহণ কিছুটা কম ছিল। বৃহস্পতিবারে ডিএসইতে ৩৩৬ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের তুলনায় ২৪১ কোটি টাকা বা ৪১ দশমিক ৭৫ শতাংশ কম লেনদেন। আগের দিন এ বাজারে ৫৭৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩১৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১২৬টির, কমেছে ১৪৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৭টির শেয়ার দর। সকালে ইতিবাচক প্রবণতা দিয়ে শুরুর পরে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ১০ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৪৭২ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৮৬ পয়েন্টে। ডিএস৩০ সূচক ৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৭১৮ পয়েন্টে। ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হলো : লংকাবাংলা ফিন্যান্স লিমিটেড, ওরিয়ন ফার্মা, ইউনাইটেড পাওয়ার জেনারেশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি, সামিট পাওয়ার লিমিটেড, কাশেম ড্রাইসেলস, বেক্সিমকো ফার্মা, সিএমসি কামাল, লাফার্জ সুরমা সিমেন্ট, সিঙ্গার বাংলাদেশ এবং ইফাদ অটোস। এদিকে দিনটিতে দরবৃদ্ধির শীর্ষে ব্যাংক খাতের তিনটি কোম্পানি রয়েছে। এদিন দরবৃদ্ধির সেরা ১০ কোম্পানির মধ্যে ৩টি ব্যাংক খাতের। কোম্পানি ৩টি হচ্ছে- পূবালী ব্যাংক, ঢাকা ব্যাংক এবং ব্র্যাক ব্যাংক লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। বৃহস্পতিবারে এই তালিকায় চতুর্থ স্থানে রয়েছে পূবালী ব্যাংক। এদিন এ ব্যাংকের প্রতিটি শেয়ারের দর বেড়েছে ৯ পয়সা বা ৫ দশমিক ০৬ শতাংশ। ব্যাংকটি সর্বশেষ লেনদেন করে ১৮ টাকা ৭০ পয়সা দরে। এদিন ১০৪ বারে ব্যাংকের লেনদেন হয়েছে ১ লাখ ২৪ হাজার ৫২২টি শেয়ার। পঞ্চম স্থানে রয়েছে ঢাকা ব্যাংক। এদিন ব্যাংকের শেয়ার দর বেড়েছে ৯ পয়সা বা ৫ দশমিক ৩৬ শতাংশ। ব্যাংকটির সর্বশেষ লেনদেন ১৭ টাকা ৭০ পয়সা দরে। এদিন ১০৬ বারে ব্যাংকের ১ লাখ ১১ হাজার ৭২৫টি শেয়ার লেনদেন হয়। দরবৃদ্ধির ষষ্ঠ স্থানে রয়েছে ব্র্যাক ব্যাংক লিমিটেড। এদিন ব্যাংকের শেয়ারের দর বেড়েছে ২ টাকা ৩ পয়সা বা ৫ দশমিক ৪০ শতাংশ। এই তালিকায় অন্য কোম্পানিগুলো হলো এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ড, আইটিসি, জিপিএইচ ইস্পাত, ম্যারিকো বাংলাদেশ লিমিটেড, প্রগতি ইন্স্যুরেন্স, পিপলস ইন্স্যুরেন্স এবং ইসলামিক ফিন্যান্স এ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। এদিকে ঢাকার বাজারে সূচকের ইতিবাচক লেনদেনের ধারাবাহিকতা দেখা গেছে অপর বাজারেও। সেখানেও বিনিয়োগকারীদের অংশগ্রহণ কমেছে। সকালে ইতিবাচক প্রবণতা দিয়ে শুরুর পরে সিএসইর সার্বিক সূচক ২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৭৭৪ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২২০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৮০টি কোম্পানির, দর কমেছে ৯৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১টি কোম্পানির। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : লঙ্কা বাংলা ফাইনান্স, প্রিমিয়ার সিমেন্ট, ইউনাইটেড পাওয়ার, সিঙ্গার বিডি, ন্যাশনাল ব্যাংক, লাফার্জ সুরমা সিমেন্ট, সামিট পাওয়ার, বেক্সিমকো ফার্মা, ওরিয়ন ফার্মা ও আইটিসি।
×