ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সৌদি আরবে খাদ্য সামগ্রীর ২৬ শতাংশ মূল্য হ্রাস

প্রকাশিত: ০৩:৪৩, ৪ মার্চ ২০১৬

সৌদি আরবে খাদ্য সামগ্রীর ২৬ শতাংশ মূল্য হ্রাস

সৌদি আরবে এ বছরের জানুয়ারিতে খাদ্যসামগ্রী যেমন চাল, গুঁড়া দুধ, পনির, উদ্ভিজ্জ তেল, হিমায়িত মুরগি এবং আমদানিকৃত হিমায়িত মাংসের দাম কমেছে। যা গত বছর একই সময়ের তুলনায় ২৬ শতাংশ কম। সৌদি আরবে এ বছরের জানুয়ারিতে চাল, গুঁড়া দুধ, পনির, উদ্ভিজ্জ তেল, হিমায়িত মুরগি এবং আমদানিকৃত হিমায়িত মাংসের দাম কমেছে। দেশটির শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের (এমসিআই) বরাত দিয়ে আরব নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এমসিআই বলছে, সৌদিতে যাবতীয় পণ্যের প্রচুর সরবরাহ রয়েছে; বিশেষ করে খাদ্যসামগ্রী। এজন্যই সেগুলোর পাইকারি মূল্য কমেছে। শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় সূত্র জানায়, প্রচুর পরিমাণে সরবরাহ ছাড়াও এসব পণ্যের গুণগত মানও আগের যে কোন সময়ের চেয়ে ভাল। আমদানিকারক ও দোকানিদের মধ্যে প্রতিযোগিতাও বেশ সুস্থ। বাজারে কৃষি পণ্যেরও ব্যাপক সরবরাহ রয়েছে। -অর্থনৈতিক রিপোর্টার
×