ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি সতর্কতা

প্রকাশিত: ০৮:২৭, ৩ মার্চ ২০১৬

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি সতর্কতা

জনকণ্ঠ ডেস্ক ॥ ইন্দোনেশিয়ার পশ্চিম দিকে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে ৭ দশমিক ৯ মাত্রার এই ভূমিকম্প আঘাত হানে। খবর বিবিসি ও এএফপির। শক্তিশালী এই ভূমিকম্পের পর দেশটিতে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি অস্ট্রেলিয়ার কোকোস ও ক্রিস্টমাস দ্বীপেও সুনামি সতর্কতা জারি করেছে দেশটির কর্তৃপক্ষ। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ আপাতত জানা যায়নি। ইউএস জিওলজিক্যাল সার্ভে জানায়, বুধবারের ওই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সুমাত্রা প্রদেশের রাজধানী পাদাংয়ের ৮০৮ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে মাটির ১০ কিলোমিটার গভীরে। ২০০৪ সালে ভারত মহাসাগরে ভূমিকম্প-পরবর্তী সুনামিতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল ইন্দোনেশিয়া।
×