ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ওয়ান ইলেভেনের মূল কুশীলবদের বিচার করুন ॥ কাদের সিদ্দিকী

প্রকাশিত: ০৮:২৭, ৩ মার্চ ২০১৬

ওয়ান ইলেভেনের মূল কুশীলবদের বিচার করুন ॥ কাদের সিদ্দিকী

স্টাফ রিপোর্টার ॥ ওয়ান-ইলেভেনের মূল কুশীলবদের খুঁজে বের করে বিচারের মুখোমুখি করার আহ্বান জানিয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী। তিনি বলেছেন, বাংলাদেশকে চার টুকরো করা হলে আমি যে পরিমাণ ব্যথা পেতাম, তার চেয়েও বেশি ব্যথা ওয়ান-ইলেভেনের জন্য পেয়েছি। কারণ ওই সময় এ দেশের স্রষ্টা রাজনীতিবিদদের চরিত্র হননের কোন চেষ্টাই বাদ যায়নি। তাই বিচার যদি করতেই হয়, ওয়ান-ইলেভেন তৈরির মূল কুশীলব ও রাজনীতিবিদদের চরিত্র হননের ষড়যন্ত্র যারা করেছেন সরকারকে তাদের বিচার করতে হবে। বুধবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ‘২রা মার্চ স্বাধীনতার পতাকা উত্তোলন দিবস’ শীর্ষক অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে একাত্তরের ২রা মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলনের স্মৃতিচারণ করেন ডাকসুর তৎকালীন ভিপি আ স ম আবদুর রব। ২রা মার্চ পতাকা উত্তোলন উদযাপন পরিষদের আহ্বায়ক গীতিকবি শহীদুল্লাহ ফরায়জীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেএসডি সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, নাগরিক ঐক্যের উপদেষ্টা এস এম আকরাম, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, মাওলানা এটিএম হেমায়েত উদ্দিন, শহীদুল্লাহ কায়সার প্রমুখ। অনুষ্ঠানে আ স ম আবদুর রব অভিযোগ করে বলেন, দেশে প্রত্যেকের মুখে এখন তালা দিয়ে দেয়া হয়েছে। গণতন্ত্র নির্বাসনে। কোন বক্তব্য সরকারের বিরুদ্ধে গেলেই তাকে রাজাকার বলা হচ্ছে। ক্ষমতায় থাকার জন্য সরকারই বার বার ‘জঙ্গী’ শব্দটি উচ্চারণ করে বহির্বিশ্বে বাংলাদেশকে জঙ্গিবাদী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইছে। আবদুর রব বলেন, পতাকা শুধু উড়ালে হবে না, পতাকার আকাক্সক্ষা পূরণে কাজ করতে হবে। ইতিহাসে যার যা অবদান তা স্বীকার করতে হবে। সিরাজুল আলম খানকে বাদ দিয়ে বঙ্গবন্ধুকে কল্পনা করা যায় না। বাংলাদেশের রূপকার হিসেবে তাঁকেও যথাযোগ্য সম্মান দিতে হবে।
×