ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অভিনন্দন

প্রকাশিত: ০৮:১৮, ৩ মার্চ ২০১৬

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অভিনন্দন

স্পোর্টস রিপোর্টার ॥ এশিয়া কাপ টি২০ তে গ্রুপপর্বের ম্যাচে শক্তিধর পাকিস্তানকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মেডিক্যাল চেকআপের জন্য লন্ডনে অবস্থানরত রাষ্ট্রপতি এক বার্তায় এ অসামান্য সাফল্যের জন্য জাতীয় দলের পাশাপাশি ম্যানেজার, কোচ এবং ক্রিকেট বোর্ড কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মাঠে বসে পুরো খেলা দেখেন। পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে ওঠে মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বাধীন বাংলাদেশ। ৬ মার্চ ভারতের সঙ্গে ফাইনাল খেলবে বাংলাদেশ। প্রধানমন্ত্রী ক্রিকেট দলের এ সাফল্যে অভিনন্দন জানিয়েছেন। ফাইনালেও সাফল্যের ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। এছাড়া ক্রীড়ামন্ত্রী বীরেন শিকদার, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ও খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন। এর আগে ২০১২ সালের এশিয়া কাপের ফাইনালে ২ রানে হেরেছিল বাংলাদেশ। ক্রিকেট ভক্ত শেখ হাসিনা বুধবার পাকিস্তনের ইনিংস শুরু হওয়ার পর সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে স্টেডিয়ামে প্রবেশ করেন। স্টেডিয়ামে প্রধানমন্ত্রীর উপস্থিতির ঘোষণা ক্রিকেটপ্রেমী দর্শকের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে। বাংলাদেশের টাইগারদের প্রতিটি দৃষ্টিনন্দন শটের সময় প্রধানমন্ত্রী হাততালি দিয়ে দলকে উৎসাহিত করেন। টাইগারদের উৎসাহিত করতে স্টেডিয়ামে প্রধানমন্ত্রীর উপস্থিতি নতুন নয়। ক্রীড়াপ্রেমী প্রধানমন্ত্রী প্রতিটি ম্যাচের খবর রাখেন এবং বিজয়ী দলকে সব সময়ই অভিনন্দন জানান। খালেদার অভিনন্দন ॥ এদিকে টাইগারদের জয়ে অভিনন্দন জানিয়েছেন সাবেক বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।
×