ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

টি২০ বিশ্বকাপ

জিম্বাবুইয়ের বড় ধাক্কা

প্রকাশিত: ০৭:২৬, ৩ মার্চ ২০১৬

জিম্বাবুইয়ের বড় ধাক্কা

স্পোর্টস রিপোর্টার ॥ আরব আমিরাতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি ওয়ার্মআপ ম্যাচ খেলল জিম্বাবুইয়ে। অন্য একটি প্র্যাকটিস ম্যাচ খেলেছে স্থানীয় দলের বিপক্ষে। কিন্তু সেখান থেকেই বড় ধাক্কা খেল জিম্বাবুইয়ে। এই ম্যাচের সময়ই ইনজুরিতে পড়ায় এ মাসে শুরু হতে যাওয়া টি২০-এর বিশ্ব আসর থেকে ছিটকে পড়েছেন দলটির তিন ক্রিকেটার লেগস্পিনার গ্রায়েম ক্রেমার ও দুই পেসার লুক জঙ্গি ও নেভিল মাদজিভা। তাদের বদলে দলে নেয়া হয়েছে অলরাউন্ডার চামু চিভাভা ও দুই ফাস্ট বোলার তাওয়ান্ডা মুপারিয়া ও ডোন্যাল্ড ত্রিপানোকে। শারজায় শনিবার প্রথম প্র্যাকটিস ম্যাচে ব্যাট করার সময় ক্রেমারের আঙ্গুলে ফ্র্যাকচার হয়। একই ম্যাচে ফিরতি ক্যাচ নেয়ার সময় মাদজিভার বুড়ো আঙ্গুলে গুরুতর চোট লাগে। অন্য একটি ম্যাচে ফিরতি ক্যাচ নিতে গিয়ে জঙ্গিও ইনজুরিতে পড়েন। তার ডান চোখে আঘাত লেগেছে। সেরে উঠতে অন্তত তিন থেকে চার সপ্তাহ বিশ্রামে থাকতে হবে তাকে। মুপারিয়া ২০০৮ সালের অক্টোবরে শেষ আন্তর্জাতিক টি২০ ম্যাচ খেলেছেন। ২০১৫ সালের মে মাসে পাকিস্তান সফরে তিনি শেষ আন্তর্জাতিক ওয়ানডে খেলেছেন। টিরিপানো ও শিভাভা গত জানুয়ারিতে আফগানিস্তানের বিপক্ষে শেষ ম্যাচ খেলেছেন। শিভাভা বাংলাদেশ সফর করেছিলেন। কিন্তু চার ম্যাচের টি২০ সিরিজে মাঠে নামার সুযোগ পাননি। নড়াইলের বড় জয় জাতীয় মহিলা হকি স্পোর্টস রিপোর্টার ॥ ‘ওয়ালটন জাতীয় মহিলা হকি প্রতিযোগিতা’য় মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে বুধবার ৩টি খেলা অনুষ্ঠিত হয়। দিনাজপুর জেলা পটুয়াখালী জেলার সঙ্গে গোলশূন্য ড্র করে। নড়াইল জেলা ১৮-০ গোলে রংপুর জেলাকে হারায়। বিজয়ী দলের কিমি কর্মকার একাই ৮টি গোল করেন। মিতু খানম করেন ৪টি গোল। জোড়া গোল করেন সাদিয়া খানম ও তসলিমা তামান্না। একটি করে গোল করেন রিতু খানম ও শেফালী খানম। রাজশাহী জেলা ঢাকা জেলাকে ৩-০ গোলে হারায়। বিজয়ী দলের বর্ষা খাতুন মারিয়া জোড়া গোল করেন। শারমিন একটি গোল করেন। বুধবারের খেলা শেষে ‘ক’ গ্রুপ থেকে নড়াইল, ‘খ’ গ্রুপ থেকে ঝিনাইদহ এবং ‘গ’ গ্রুপ থেকে রাজশাহী জেলা গ্রুপ চ্যাম্পিয়ন হয়।
×