ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আমার প্রতি অন্যায় করা হয়েছে ॥ মামুনুল

প্রকাশিত: ০৭:২৪, ৩ মার্চ ২০১৬

আমার প্রতি অন্যায় করা হয়েছে ॥ মামুনুল

স্পোর্টস রিপোর্টার ॥ ‘আমার প্রতি অন্যায় করা হয়েছে। দশ বছর ধরে জাতীয় দলকে সার্ভিস দিচ্ছি। অধিনায়ক ছিলাম তিন বছর। শুধু সার্ভিসের জন্যই সার্ভিস দেইনি, মানুষ যাতে মনে রাখে সে রকম করেই দিয়েছি। কিন্তু এই হলো তার প্রতিদান!’ কথাগুলো মামুনুল ইসলামের। বুধবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ন্যাশনাল টিমস্ কমিটি তাকে এক বছরের জন্য জাতীয় ফুটবল দল থেকে নিষিদ্ধ করেছে। অপরাধ- ঔদ্ধত্যপূর্ণ আচরণ, এক বহিষ্কৃত ফুটবলারকে নিজের হোটেল রুমে লুকিয়ে রাখা এবং শৃঙ্খলাভঙ্গ। শাস্তির রায়ের পর এভাবেই নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেন জাতীয় দলের এই সাবেক অধিনায়ক-মিডফিল্ডার। ভারতের কেরালায় অনুষ্ঠিত সাফ সুজুকি কাপে গ্রুপপর্ব থেকেই বিদায় নিয়েছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। নিদারুণ এ ব্যর্থতার দায় নিয়ে অধিনায়কত্বের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন মামুনুল। পরে গ্রুপের শেষ ম্যাচটি (ভুটানের বিরুদ্ধে) খেলে অধিনায়কত্ব ছাড়েন। কিন্তু তাতেও অধিনায়কত্ব থেকে অব্যাহতি পাননি তিনি। কেননা বাফুফের অনুরোধে বঙ্গবন্ধু গোল্ডকাপে অধিনায়কের দায়িত্ব পালনে রাজি হতে হয় তাকে। তারপর শুধু অধিনায়ত্বই নয়, দল থেকেই বহিষ্কার হলেন তিনি। ভাল ফুটবলার হওয়ার স্বপ্ন ছিল শৈশব থেকেই। বিকেএসপির সাবেক শিক্ষার্থী (হতে চেয়েছিলেন এ্যাথলেট) মামুনুল। ২০০০ সালে বিকেএসপিতে ভর্তি হন তিনি। ২০০৩ সালে অনুর্ধ-১৭, ২০০৫ সালে অনুর্ধ-১৯ ও ২০০৬ সালে অনুর্ধ-২৩ জাতীয় দলের হয়ে অংশগ্রহণ করেন বিভিন্ন প্রতিযোগিতায়। জাতীয় দলে অভিষেক ২০০৭ সালে। ২০১৩ সালে হন অধিনায়ক। দুটো সাফে খেললেও দলকে কোন শিরোপা এনে দিতে পারেননি। তবে খেলোয়াড় হিসেবে জিতেছেন ২০১০ এসএ গেমসে ফুটবলে স্বর্ণপদক। সেবার বাংলাদেশ অনুর্ধ-২৩ দল নিজেদের মাটিতে আফগানিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। জাতীয় দলের হয়ে সাফল্য তেমন না থাকলেও ক্লাব ফুটবলে যথেষ্ট সাফল্য পেয়েছেন। পেশাদার লীগে প্রথম দল ব্রাদার্স ইউনিয়ন। এখন খেলছেন চট্টগ্রাম আবাহনী লিমিটেডের হয়ে। পারিশ্রমিক হিসেবে পাচ্ছেন ৬০ লাখ টাকা, যা দেশীয় ফুটবলারদের মধ্যে রেকর্ড। ২০১৪ সালে চুক্তিবদ্ধ হন ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্লাব ভারতের এ্যাটলেটিকো ডি কলকাতার সঙ্গে, যা প্রথম বাংলাদেশী কোন ফুটবলারের কৃতিত্ব। যদিও কোন ম্যাচ খেলেননি।
×