ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

এ্যাটলেটিকোর সহজ জয়, দুঃসময়ে রোনাল্ডোর পাশে জিদান

ইতিহাস গড়ার হাতছানি বার্সিলোনার

প্রকাশিত: ০৭:২৪, ৩ মার্চ ২০১৬

ইতিহাস গড়ার হাতছানি বার্সিলোনার

স্পোর্টস রিপোর্টার ॥ নতুন ইতিহাস গড়ার হাতছানি বার্সিলোনার। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়ার লক্ষ্য নিয়ে আজ রাতে স্প্যানিশ লা লিগার ম্যাচে মাঠে নামছে ক্যাটালানরা। এ্যাওয়ে ম্যাচে বার্সার প্রতিপক্ষ স্বাগতিক রায়ো ভায়োকানো। চলমান মৌসুমে দুর্দান্ত গতিতে এগিয়ে চলেছে বার্সিলোনা। লিওনেল মেসি, লুইস সুয়ারেজ ও নেইমারকে নিয়ে গড়া আক্রমণভাগ নিয়ে দুর্বার অপ্রতিরোধ্য স্প্যানিশ পরাশক্তিরা। যে কারণে ফুটবলবিশ্ব দেখেছে এই ত্রয়ীর চলতি মৌসুমে ৯৪টি গোল ও ৪৫টি এ্যাসিস্ট। কোচ লুইস এনরিকের অধীনে বার্সা ইতোমধ্যে টানা ৩৪ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড গড়েছে, যা রিয়াল মাদ্রিদের ১৯৮৮-৮৯ মৌসুমে গড়া রেকর্ডের সমান। আজ রাতে জয় বা ড্র করলেই টানা ৩৫ ম্যাচ অপরাজিত থাকার নতুন রেকর্ড গড়বে ক্যাটালানরা। নগর প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের পর রিয়াল সোসিয়েডাডকে হারিয়ে লা লিগার শিরোপা দৌড়ে টিকে আছে এ্যাটলেটিকো মাদ্রিদ। মঙ্গলবার রাতে সোসিয়েডাডের বিরুদ্ধে ৩-০ গোলের জয় পায় দিয়াগো সিমিওনের দল। নিজেদের মাঠ ভিসেন্টে ক্যালডেরনে এই জয়ে ২৭ ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে এ্যাটলেটিকো। বুধবারের ম্যাচের আগে শীর্ষে থাকা বার্সিলোনার পয়েন্ট ৬৬। রিয়ালকে আগের ম্যাচে ১-০ গোলে হারিয়ে আসা এ্যাটলেটিকোকে ম্যাচের প্রথমার্ধে খুঁজেই পাওয়া যায়নি। প্রতিপক্ষের ভুলে অষ্টম মিনিটে গোল পায় তারা। কোকের দুর্বল ক্রস আটকে দেয়ার বদলে নিজেদের জালেই পাঠিয়ে দেন সোসিয়েডাডের মেক্সিকান ডিফেন্ডার দিয়াগো এ্যান্টোনিও রিয়েস। বিরতির পর চেনা রূপে ফেরে স্বাগতিকরা। আরও দুই গোল করে লীগে নিজেদের ১৯ নম্বর জয় নিশ্চিত করে দলটি। ৪৬ মিনিটে লুসিয়ানো ভিয়েট্টোর শেষ মুহূর্তে দেয়া ক্রস থেকে পাওয়া বল দৃষ্টিনন্দন ভলিতে জালে জড়ান সাউল নিগুয়েস। ৬১তম মিনিটে এ্যান্টোনিও গ্রিজম্যান পেনাল্টি থেকে লীগে নিজের ১৪ নম্বর গোল করে এ্যাটলেটিকোর সহজ জয় নিশ্চিত করেন। এদিকে সতীর্থদের মান নিয়ে প্রশ্ন তোলায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডো কড়া সমালোচিত হলেও এ নিয়ে দলে কোন সমস্যা নেই বলে বিশ্বাস কোচ জিনেদিন জিদানের। ভুল বোঝাবুঝি মিটে যাওয়ায় দলের সবাই এখন পর্তুগিজ তারকার পাশে আছেন বলেও জানিয়েছেন ফরাসী এই কিংবদন্তি। এ্যাটলেটিকো মাদ্রিদের কাছে ১-০ গোলে হারের পর রোনাল্ডো সতীর্থদের সমালোচনা করেন। অবশ্য পরে তিনি সবার কাছে ক্ষমাও চেয়েছেন। সি আর সেভেন দাবি করেন, তার কথাগুলো ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। এ প্রসঙ্গে কোচ জিদান জানান, রোনাল্ডো নিজের অভিমত সতীর্থদের কাছে ব্যাখ্যা করায় সমস্যা মিটে গেছে। রিয়াল কোচ বলেন, রোনাল্ডো সবার সঙ্গে কথা বলেছে, আমার সঙ্গেও। এটা অতীত একটা ঘটনা। আমরা তার সঙ্গে আছি। সমস্যাটি মিটে গেছে। এটা দলের মধ্যে আমাদের একত্রিত করবে। আরেক সাক্ষাতকারে লিওনেল মেসি বলেছেন, রোনাল্ডোর সঙ্গে তার পারস্পরিক শ্রদ্ধাবোধ আছে। কিন্তু পর্তুগিজ তারকাকে নাকি বন্ধু হিসেবে মনে করেন না পাঁচবারের ফিফা ব্যালন ডি’অর জয়ী! মেসি ও রোনাল্ডোকে আধুনিক যুগের সেরা ফুটবলার হিসেবে বিবেচনা করা হয়। গত আট বছর ধরে বিশ্বসেরা খেলোয়াড়ের মুকুট ব্যালন ডি’অর এ দু’জনের দখলে। এক সাক্ষাতকারে মেসি বলেন, আমরা (মেসি ও রোনাল্ডো) পেশাদার, যা আমাদের দলের জন্য দরকার। খেলায় একে অপরের প্রতিদ্বন্দ্বী। মাঝে মধ্যে আমরা জিতি বা হারি। এখানে সব সময়ই পরস্পরের মধ্যে শ্রদ্ধা থাকে। এর বেশি কিছু নয়। তিনি আরও বলেন, আমি জাতীয় দলের হয়ে শিরোপা জিততে প্রস্তুত। আমি রেকর্ড নিয়ে আগ্রহী নই। এটা আপনাকে শিরোপা এনে দিতে পারবে না।
×