ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মালয়েশিয়ান ওপেন থেকে ভিঞ্চির বিদায়

প্রকাশিত: ০৭:২২, ৩ মার্চ ২০১৬

মালয়েশিয়ান ওপেন থেকে ভিঞ্চির বিদায়

স্পোর্টস রিপোর্টার ॥ প্রতিভাবান টেনিসতারকা রবার্টা ভিঞ্চি। সাম্প্রতিক সময়ে টেনিস কোর্টে দারুণ খেলছেন তিনি। কিন্তু মালয়েশিয়ান ওপেনে বড় এক ধাক্কা খেলেন এই ইতালিয়ান টেনিসতারকা। মঙ্গলবার টুর্নামেন্টের প্রথম পর্ব থেকেই ছিটকে গেলেন তিনি। তাও আবার অখ্যাত তাইপের টেনিস খেলোয়াড় কেই চেন চ্যাংয়ের কাছে হেরে। এদিন কেই চেন চ্যাং ৫-৭, ৬-২ এবং ৬-১ গেমে পরাজিত করেন বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের ১০ নাম্বারে থাকা রবার্টা ভিঞ্চিকে। মালয়েশিয়ান ওপেনের শুরুতেই বিদায় নিয়ে হতাশায় আচ্ছন্ন ভিঞ্চি। অথচ টুর্নামেন্টের শীর্ষ বাছাই হিসেবে কোর্টে নেমেছিলেন ৩৩ বছর বয়সী এই টেনিসতারকা। কিন্তু দুর্ভাগ্য তার। প্রথম পর্ব থেকেই বিদায় নিতে হলো তাকে। তবে শুরুটা বেশ ভালভাবেই করেছিলেন তিনি। টেনিস র‌্যাঙ্কিংয়ের ১৫৩তম অবস্থানে থাকা কেই চেন চ্যাংয়ের বিপক্ষে ম্যাচের প্রথম সেটে জয় পেয়েছিলেন ইতালিয়ান তারকা। এদিন তিনি ৭-৫ গেমে প্রথম সেটে হারিয়েছিলেন প্রতিপক্ষকে। কিন্তু দ্বিতীয় আর তৃতীয় সেটে তিনি লজ্জাকরভাবে হার মানেন। এর ফলে প্রথম পর্ব থেকেই বিদায় নিতে হলো টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দশে থাকা এই ইতালিয়ান তারকাকে। এদিকে জয়ের দেখা পেয়েছেন এলিনা ভিতলিনা এবং ইউজেনি বাউচার্ড। ইউক্রেনের টেনিসতারকা ভিতলিনা এদিন ৬-১ এবং ৬-১ গেমে পরাজিত করেন জাপানের মিউ কাতোকে। এর আগের দিন কানাডিয়ান তারকা বাউচার্ড ৬-৩ এবং ৬-১ গেমে পরাজিত করেন হংকংয়ের জ্যাং লিংকে। দ্বিতীয় পর্বে তার প্রতিপক্ষ এখন জাপানের কারুমি নারা। টেনিস বিশ্বে যে কয়েকজন প্রতিভাবান তারকা খেলোয়াড় রয়েছেন তাদের মধ্যে অন্যতম বাউচার্ড। ২০১৪ সালে টেনিস কোর্টে রীতিমতো ঝড় তুলেন তিনি। গ্র্যান্ডসøাম টুর্নামেন্টের ফাইনালে উঠার রেকর্ডও গড়েন বাউচার্ড। কিন্তু পারফর্মেন্সের সেই ধারাবাহিকতা মোটেই ধরে রাখতে পারেননি তিনি। বিশেষ করে গত মৌসুমে টেনিস কোর্টে যেন খোঁজেই পাওয়া যায়নি তাকে। তবে চলতি মৌসুমেই যেন স্বরূপে ফেরার ইঙ্গিত দিয়েছেন বাউচার্ড। সেক্ষেত্রে মালয়েশিয়ান ওপেন তার জন্য বড় একটা পরীক্ষাই বটে। তরুণ প্রতিভাবান টেনিস খেলোয়াড় বাউচার্ড পারবেন কী নিজেকে মেলে ধরতে? ভক্ত-অনুরাগীদের সেটাই এখন দেখার অপেক্ষা। বাউচার্ড ছাড়া প্রথম পর্বের বাধা সহজে পেরিয়েছেন জার্মানির সাবিনে লিসিকি। টুর্নামেন্টের তৃতীয় বাছাই প্রথম পর্বে ৬-৪ এবং ৭-৬ (৫) গেমে পরাজিত করেন পোল্যান্ডের মাগদা লিনেত্তাকে। দ্বিতীয় পর্বে তার প্রতিপক্ষ এখন চেকপ্রজাতন্ত্রের বারবোরা কেসিকোভা। চেকপ্রজাতন্ত্রের এই টেনিস খেলোয়াড়কে হারিয়ে পরের রাউন্ডে যেতে দারুণ আশাবাদী লিসিকি।
×