ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

নতুন রেকর্ড গড়ার সুযোগ কোহলির

প্রকাশিত: ০৭:২২, ৩ মার্চ ২০১৬

নতুন রেকর্ড গড়ার সুযোগ কোহলির

স্পোর্টস রিপোর্টার ॥ ওয়ানডে এবং টেস্ট ক্রিকেট উভয় ফরমেটে বিশ্বে সর্বকালের সেরা শচীন টেন্ডুলকর। সর্বাধিক রান, সর্বাধিক শতকের মালিক তিনি। ‘লিটল মাস্টারের’ যোগ্য উত্তরসূরি হিসেবে বিবেচনা করা হয় বিরাট কোহলিকে। ইতোমধ্যেই সে স্বাক্ষর রেখেছেন তিনি। এমনকি শচীনও অবসর নেয়ার পর বিভিন্ন সময়ে বলেছেন, ‘আমার রেকর্ড কেউ যদি ভাঙ্গতে পারে, তিনি হচ্ছেন কোহলি।’ তবে এখনও সেজন্য অনেক পথ বাকি। ২৭ বছর বয়সী এ ডানহাতি ব্যাটসম্যান আন্তর্জাতিক ক্রিকেটে মাত্র ৮ বছর পার করেছেন। কিন্তু আজই হয়ে যেতে পারেন টি২০ ক্রিকেটে সর্বাধিক অর্ধশতকের মালিক। আরব আমিরাতের বিরুদ্ধে আজ হাফসেঞ্চুরি করতে পারলেই তিনি এ রেকর্ডের মালিক হয়ে যাবেন। বেশ আগেই এ ফরমেটে ভারতের পক্ষে সর্বাধিক রানের মালিক কোহলি। আর টি২০ ইতিহাসে বিশ্বের মধ্যে ব্যাটিং গড়ে সবার ওপরে তিনি। এবার নতুন রেকর্ড যোগ করার সুযোগ। মোট ১৩টি করে অর্ধশতক আছে নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককুলাম ও ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইলের। শ্রীলঙ্কার বিরুদ্ধে অপরাজিত ৫৬ রান করে তাদের ছুঁয়ে ফেলেন কোহলি। আজ এ দু’জনকে ছাড়িয়ে নতুন উচ্চতায় ওঠার সুযোগ তার। ক্যারিয়ারের শুরু থেকেই দুর্দান্ত ফর্মে আছেন কোহলি। আর সাম্প্রতিক সময়ে টি২০ ক্রিকেটে দারুণ ফর্মে আছেন তিনি। অস্ট্রেলিয়া সফরে জানুয়ারি মাসে ব্যাটে রানের ফুলঝুড়ি ছুটিয়েছেন তিনি। ফর্মের তুঙ্গে ছিলেন তিনি। ৯০*, ৫৯* ও ৫০ রানের ইনিংস খেলেন টানা তিন ম্যাচে। এরপর অবশ্য ঘরের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের টি২০ সিরিজ খেলেননি ভারতের এ ব্যাটিং স্তম্ভ। বিশ্রাম পেয়েছিলেন টানা খেলার চাপ কাটিয়ে ওঠার জন্য। মূলত এশিয়া কাপ ও টি২০ বিশ্বকাপের জন্যই বিশ্রাম দেয়া হয়েছিল তাকে। এবার এশিয়া কাপ টি২০ ফরমেটে অনুষ্ঠিত হচ্ছে। তবে উইকেট যেভাবে তৈরি করা হয়েছে কিছুটা আক্ষেপ সবার মধ্যেই আছে সেটা নিয়ে। কারণ ব্যাটসম্যানদের জন্য বেশ কঠিন এমন উইকেটে ভাল করাটা। উপমহাদেশে সচরাচর স্পিনবান্ধব কিংবা ফ্ল্যাট উইকেট থাকে। আর টি২০ ক্রিকেট মানেই চার-ছক্কার বন্যা, সে কারণে উইকেট গড়া হয় ব্যাটিং সহায়ক হিসেবে। তবে এবার বিস্ময়করভাবে এশিয়া কাপের জন্য উইকেট তৈরি করা হয়েছে ঘাসে মোড়ানো। যেখানে পেসারদেরই ভয়ঙ্কর হয়ে ওঠার দারুণ সুযোগ সৃষ্টি করে। চলতি আসরে এখন পর্যন্ত সেটাই দেখা গেছে। পেসারদের গতিঝড়ে বেসামাল হয়েছেন ব্যাটসম্যানরা। কিন্তু কোহলি যেন অন্যরকম। সব পরিস্থিতিতেই মাথা ঠা-া রেখে দলের প্রয়োজন মেটানোর জন্য ব্যাট হাতে নামেন! সেটাই দেখা গেছে এখন পর্যন্ত। কোহলির দিকে পুরো ভারতীয় দল তাকিয়ে থাকে ভরসা নিয়ে। ভারতীয় দলের জন্য অন্যতম নির্ভরতার নাম কোহলি। পাকিস্তানের বিরুদ্ধে ৪৯ এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে ৫৬ রানের ইনিংস খেলে দলকে জিতিয়েছেন। লঙ্কানদের বিরুদ্ধে অপরাজিত এ অর্ধশতকের মাধ্যমে তিনি ছুঁয়ে ফেলেছেন টি২০ ক্রিকেটে সর্বাধিক অর্ধশতকের মালিক ম্যাককুলাম ও গেইলকে। এখন এ তিন ক্রিকেটারেরই ক্ষুদ্রতম এ ফরমেটে সর্বাধিক ১৩ হাফসেঞ্চুরি হাঁকিয়েছেন এখন পর্যন্ত। ইতোমধ্যেই অবসর নিয়ে ফেলা কিউই অধিনায়ক ম্যাককুলাম অবশ্য সেজন্য ৭১ ম্যাচ খেলেছেন আর গেইল ৪৫ ম্যাচ খেলেছেন। এদিক থেকে কোহলি অনেক কম ম্যাচ খেলেই তাদের রেকর্ড স্পর্শ করলেন। মাত্র ৩৬ টি২০ খেলেছেন এ ভারতীয় ব্যাটসম্যান। তবে ম্যাককুলাম ও গেইলের সেঞ্চুরি থাকলেও এখন পর্যন্ত সেটা করতে পারেননি কোহলি। সর্বোচ্চ অপরাজিত ৯০ রানের ইনিংস খেলেছেন এ বছর ২৯ জানুয়ারি মেলবোর্নে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। তবে ভারতের পক্ষে সর্বাধিক টি২০ রানের রেকর্ডধারী ইতোমধ্যেই হয়ে গেছেন কোহলি। তার রান ৫১.০৩ গড়ে ১৩২৭! রোহিত শর্মা ভারতের পক্ষে দ্বিতীয় স্থানে ১১৬৪ রান নিয়ে। টি২০ ফরমেটে রান করার দিক থেকে বিশ্বে কোহলির ওপরে আরও ১১ জন ব্যাটসম্যান আছেন। কিন্তু ব্যাটিং গড়ে সবাইকে ছাড়িয়ে তিনি। ব্যাটিং গড়ে বিশ্বে দ্বিতীয় স্থানে আছেন অস্ট্রেলিয়ার এ্যারন ফিঞ্চ ৪১.৬১ গড় নিয়ে।
×