ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

শেষ হাসি হাসলেন যাঁরা

প্রকাশিত: ০৫:২৬, ৩ মার্চ ২০১৬

শেষ হাসি হাসলেন যাঁরা

২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়ে গেল দ্য একাডেমি এ্যাওয়ার্ড-খ্যাত অস্কারের ৮৮তম আসর। হলিউড তারকারদের পাশাপাশি সারা বিশ্বের সিনেমাপ্রেমীরাও অপেক্ষা করেন এ আসরের জন্য। ১৯২৯ সালের ১৬ মে প্রথম অস্কার দেয়া শুরু হয়। সেরা অভিনেতার পুরস্কার জিতে অবশেষে সেরা হাসিটা হাসলেন লিওনার্দো ডি ক্যাপ্রিও। ২০১৫ সালের ডিসেম্বরে মুক্তি পাওয়া ‘দ্য রেভেন্যান্ট’-এর জন্য এই পুরস্কার জিতে নেন তিনি। ‘দ্য রেভেন্যান্ট’-এ জলবায়ুর পরিবর্তন এবং প্রতিকূল পরিবেশেও একজন মানুষের বেঁচে থাকার সংগ্রামকে বড় করে দেখানো হয়েছে। এতে দুর্দান্ত অভিনয়ের ফলেই এবার অস্কারের জন্য এগিয়ে ছিলেন টাইটানিকখ্যাত লিওনার্দো। দীর্ঘ অভিনয়-জীবনে এটিই ছিল তার প্রথম অস্কার-প্রাপ্তি। ২৮ ফেব্রুয়ারি, রোববার রাতে যুক্তরাষ্ট্রের লস এ্যাঞ্জেলসের হলিউড এ্যান্ড হাইল্যান্ড সেন্টারের ডলবি থিয়েটারে বসেছিল ৮৮তম অস্কারের জমকালো আসর। প্রতি বছরের মতো এবারও ২৪টি শাখায় পুরস্কার প্রদান করেছে এ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন মার্কিন কমেডিয়ান ক্রিস রক। ‘রুম’ ছবিতে অভিনয়ের সুবাদে সেরা অভিনেত্রীর পুরস্কারটি পেয়েছেন ব্রি লার্সন। পুত্রসন্তানকে নিয়ে ছোট একটি ঘরে জিম্মি থাকা মায়ের ভূমিকায় অভিনয়ের জন্য তার এ প্রাপ্তি। পরপর অস্কারে টানা দ্বিতীয়বারের মতো সেরা পরিচালকের পুরস্কার পেলেন মেক্সিকোর নির্মাতা আলেহান্দ্রো গঞ্জালেস ইনারিতু। তার হাতে এ সম্মান এনে দিয়েছে ‘দ্য রেভেন্যান্ট’। ছবিটি ১২টি বিভাগে মনোনয়ন পেলেও মাত্র তিনটি ক্যাটাগরিতে পুরস্কার জিতেছে। সেরা চলচ্চিত্র হিসেবে নির্বাচিত হয়েছে ‘স্পটলাইট’। শিশুকামিতা নিয়ে সংবেদনশীল একটি সত্যকে সবার সামনে নিয়ে আসার গল্পই এটি। তৈরি হয়েছে দ্য বোস্টন গোব পত্রিকার স্পটলাইট টিমকে ঘিরে। সত্যিকারের স্পটলাইট টিমের ধারাবাহিক গল্প অবলম্বনে তৈরি হয়েছে ছবিটি। ‘ব্রিজ অব স্পাইস’ ছবির জন্য সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার জিতেছেন মার্ক রাইল্যান্স। অপরদিকে মাত্র ২৭ বছর বয়সেই অস্কারের স্বাদ পেলেন অ্যালিসিয়া ভিক্যান্ডার। ‘দ্য ড্যানিশ গার্ল’ ছবির জন্য সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার জিতেছেন তিনি। এবার দিয়ে টানা তৃতীয়বারের মতো অস্কার জিতেছেন চিত্রগ্রাহক ইমানুয়েল লুবেজকি। ‘দ্য রেভেনেন্ট’ ছবির চিত্রগ্রহণের জন্যই তৃতীয়বারের মতো অস্কার পেলেন তিনি। জেমস বন্ড ছবির গান গাওয়ার জন্য এ্যাডেলের পর এবার অস্কার জিতলেন স্যাম স্মিথ। এ্যাকাডেমি এ্যাওয়ার্ডসের ৮৮তম আসরে সেরা মৌলিক গান হয়েছে তার গাওয়া ‘রাইটিংস অন দ্য ওয়াল’। এটি ব্যবহৃত হয়েছে বন্ড সিরিজের ২৪তম ছবি ‘স্পেকটর’-এ। অনুষ্ঠানের শুরুতেই ‘রাইটিংস অন দ্য ওয়াল’ গানটি পরিবেশন করেন স্যাম স্মিথ। আরেকটি গুরুত্বপূর্ণ অস্কার পুরস্কার বিদেশী ভাষায় সেরা সিনেমা বিভাগে পুরস্কার জিতেছে হাঙ্গেরির ছবি লাজলো নেমেসের ‘সান অব সাউল’। জয়জয়কার ছিল ‘ম্যাড ম্যাক্স : ফিউরি রোড’-এর। নমিনেশন পেয়েছিল ১০টি বিভাগে, তার মধ্যে ৬টি পুরস্কারই নিয়ে গেছে তারা। এছাড়া ‘স্পটলাইট’ জিতেছে ২টি। ‘ব্রিজ অব স্পাইস’, ‘স্টিভ জবস’, ‘দ্য বিগ শর্ট’, ‘দ্য ড্যানিশ গার্ল’, ‘রুম’, ‘হেটফুল এইট’, ‘এক্স ম্যাকিনা’, ‘ইনসাইড আউট’ প্রত্যেকটি ছবিই একটি করে পুরস্কার জিতেছে।
×