ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আসামি শাহেদের স্বীকারোক্তি

বাঘালের নেতৃত্বে ৮ সদস্যের কিলিং মিশন হত্যায় অংশ নেয়

প্রকাশিত: ০৫:২১, ৩ মার্চ ২০১৬

বাঘালের নেতৃত্বে ৮ সদস্যের কিলিং মিশন হত্যায় অংশ নেয়

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ, ২ মার্চ ॥ দুর্ধর্ষ ডাকাত ও লাঠিয়াল সর্দার আব্দুল আলী বাঘালের নেতৃত্বে তারই একটি লেবু বাগানে হবিগঞ্জের সুন্দ্রাটিকি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩ জন এবং এক মাদ্রাসা ছাত্রকে নির্মমভাবে হত্যা করা হয়। আর এতে অংশ নেয় ৮ সদস্যের একটি কিলিং মিশন। দু’দফা রিমান্ড শেষে বুধবার বিকেলে হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউছার আলমের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দীতে ওই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করে সংশ্লিষ্ট মামলায় গ্রেফতারকৃত আসামি শাহেদ আলী। শুধু তাই নয়, এই হত্যাকা-ের সঙ্গে নিজেও জড়িত বলে অকপটে স্বীকার করে শাহেদ। মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি’র ওসি মোক্তাদির হোসেন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া কর্মীদের কাছে এর চেয়ে আর বেশি কিছু বলতে অপারগতা প্রকাশ করে জানান, দুর্ধর্ষ আব্দুল আলী বাঘাল ও শাহেদসহ কয়েকজন স্বীকারোক্তিমূলক জবানবন্দীতে ওই শিশুদের হত্যা, নেপথ্য কারণ ও জড়িতদের কথা অকপটে স্বীকার করায় মামলার তদন্ত কাজ সিংহভাগই এগিয়ে গেছে। তার প্রত্যাশা দ্রুতই এই চাঞ্চল্যকর মামলাটির চার্জশীট আদালতে দাখিল করা সম্ভব হবে। উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি বিকেলে জেলার বাহুবল উপজেলাধীন সুন্দ্রাটিকি গ্রাম থেকে স্কুল ছাত্র শুভ, তাজেল, মনির ও মাদ্রাসা ছাত্র ইসমাঈলকে অপহরণ করে নিয়ে যাবার পর ওই বাগানে নির্মমভাবে হত্যা করা হয়। পরবর্তীতে সুন্দ্রাটিকি গ্রাম সন্নিকটস্থ ইসাবিল নামক স্থানে বালুর স্তুূপে চার শিশুর মৃতদেহ পুঁতে রাখে অপহরণকারীরা। তবে এ ঘটনায় মামলা হবার পর অভিযুক্ত আসামি সিএনজি অটোরিক্সা মালিক বাচ্চু র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়।
×