ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মারলিন ক্লারার ‘নীল চিঠি’

প্রকাশিত: ০৪:৪৭, ৩ মার্চ ২০১৬

মারলিন ক্লারার ‘নীল চিঠি’

সংস্কৃতি ডেস্ক ॥ নটরডেম কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান মারলিন ক্লারার ‘নীল চিঠি’ প্রকাশিত হয়েছে। অমর একুশে বইমেলার শেষ দিন বইটি প্রকাশ করেছে পাঞ্জেরীর অক্ষর পত্র প্রকাশনী। ১৯৮৯ সালে খ্রিস্টাব্দে ‘প্রিয়া পিয়া ডাকো’ নামে লেখকের প্রথম বই প্রকাশ পেয়েছিল। প্রায় সাতাশ বছর পরে ভিন্ন আঙ্গিকে সেই বইটি ‘নীল চিঠি’ নামে প্রকাশ হয়েছে। বইটিতে ১৯টি ছোট গল্প রয়েছে। ‘নীল চিঠি’ বইয়ের বিষয়ে লেখক মারলিন ক্লারা বলেন, শুধু গল্প বলার অভিপ্রায় থেকে বইটি লেখা হয়নি। পাঠকের মনে গল্পের নতুন গল্পের নতুন বীজ বুনেছ দেয়ার ঝোঁক। যেখানে আপন মনে আরেকটি নতুন আরেকটি গল্পের সূচনা করবেন স্বয়ং পাঠক। কল্পনা ও বাস্তবতার মাঝখানে দাঁড়িয়ে একান্ত নিজস্ব ভাবনার ফসল ‘নীল চিঠি’। সাংস্কৃতিক অঙ্গনে দীর্ঘদিন করে বিচরণ করা প্রতিভাবান এই লেখকের জন্ম নোয়াখালীতে। বগুড়ায় ‘কবর’ নাটক মঞ্চস্থ সংস্কৃতি ডেস্ক ॥ দীর্ঘদিন পর আবার বগুড়ায় মঞ্চে এলো ‘কবর’। বগুড়ার শহীদ খোকন পার্কের কেন্দ্রীয় শহীদ মিনারের মঞ্চে সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়া আয়োজিত বইমেলার শেষদিনে বগুড়া থিয়েটার মঞ্চায়ন করে মুনীর চৌধুরীর সাড়া জাগানো নাটক ‘কবর’। নাটকটির নির্দেশনা দিয়েছেন বগুড়া থিয়েটারের সাংগঠনিক সম্পাদক কবির রহমান। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কনক কুমার পাল, বিধান রায়, তপন পাটোয়ারি, সিজুল ইসলাম, ওসমান গণি, রবিউল ইসলাম ও হাসানুজ্জামান প্রমুখ।
×