ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ঈশ্বরদীতে পাঁচদিনব্যাপী বইমেলার সমাপনী

প্রকাশিত: ০৪:৪৬, ৩ মার্চ ২০১৬

ঈশ্বরদীতে পাঁচদিনব্যাপী বইমেলার সমাপনী

নিজস্ব সংবাদদাতা, ঈশ^রদী ॥ সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিত্বসহ ঈশ^রদী এবং আশপাশ এলাকার বিভিন্ন বয়সী শ্রেণী-পেশার মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে পাঁচদিনব্যাপী ঈশ^রদীর বইমেলা মঙ্গলবার রাতে শেষ হয়েছে। একুশে বইমেলা বাস্তবায়ন কমিটি ও উন্মুক্ত পাঠাগারের উদ্যোগে আয়োজিত বইমেলার উদ্বোাধন করা হয় গত ২৬ ফেব্রুয়ারি। ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এমপি মেলার উদ্বোধন করেন। মেলামাঠে ২৮ বইয়ের স্টল, আলোকচিত্র গ্যালারি, শিশুদের নাগরদোলা এবং উন্মুক্ত মঞ্চের নিয়মিত আলোচনা সভার পাশাপাশি সাংস্কৃতিক পরিবেশনায় ঈশ^রদীর পরিবেশে ভিন্নতার সৃষ্টি হয়। বইমেলায় উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অতিথি ছিলেন নাট্য ব্যক্তিত্ব সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, যুক্তরাজ্যের সাবেক রাষ্ট্রদূত রাবির ভিসি অধ্যাপক ড. এম সাইদুর রহমান খান, বিজ্ঞ আইনজীবী ব্যারিস্টার সৈয়দ আলী জিরু, কম্পিউটার বিশ^বিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মুত্তালিব হোসেন, মক্তিযুদ্ধের গবেষক তাজুল মাহমুদ, নজরুল গবেষক কবি মজিদ মাহমুদ, নাট্য-চলচ্চিত্র নির্মাতা মেহের আফরোজ শাওন, নাট্য-চলচ্চিত্র অভিনেতা শংকর সাওজাল, অভিনেত্রী সুমনা প্রমুখ। সাধারণ পাঠকের পাশাপাশি বিশিষ্টজনদের অংশগ্রহণে বইমেলার মান বৃদ্ধি পায়। এবারের বইমেলা ঈশ^রদীর ইতিহাসে শ্রেষ্ঠ বইমেলা বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
×