ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আলামিন হাওলাদারের নতুন গান

প্রকাশিত: ০৪:৪৬, ৩ মার্চ ২০১৬

আলামিন হাওলাদারের নতুন গান

স্টাফ রিপোর্টার ॥ তরুণ প্রজন্মের সম্ভাবনাময় গীতিকার আলামিন হাওলাদার। তার লেখায় দেশের অপরূপ প্রকৃতি, দেশের মানুষ, সমাজের অন্যায়-অসঙ্গতি, মা-বাবা এবং তরুণ প্রজন্মের কথা উঠে আসে। প্রবাসে থেকেও প্রিয় দেশমাতৃকার কথা অহর্নিশি ভাবেন। এ জন্য তিনি প্রবাসের দুঃখ-কষ্টের গান ছাড়াও তিনি প্রিয় বাংলাদেশকে নিয়ে লেখেন। সম্প্রতি আলামিন লেখেন ‘বিপন্ন তারুণ্য’ শিরোনামের একটি গান। গানের কথাগুলো হলো একদিকে ফেসবুক আর অন্যদিকে টুইটার, মাঝখানে রাজত্ব করে ইউটিউব, তরুণ প্রজন্ম পেয়েছে কর্ম, ব্যস্ত খুব, প্রযুক্তির নেই তো দোষ, রাখতে হবে শুধু হুশ, বিপথগামী হলেই হবে ঠুস। গানটির সঙ্গীত পরিচালনা করছেন তানভীর তারেক। এতে যৌথভাবে কণ্ঠ দেবেন জনপ্রিয় শিল্পী নকুল কুমার বিশ্বাস ও তরুণ প্রজন্মের নন্দিত গায়ক আমিরুল মোমেনীন মানিক। চলতি মাসেই তৈরি হবে এই গানটির একটি দৃষ্টিনন্দন ভিডিও। এ প্রসঙ্গে গীতিকার আলামিন হাওলাদার বলেন, সুন্দর সুন্দর কথার বাংলা গানকে আমি সারা বিশ্বে ছড়িয়ে দেয়ার স্বপ্ন নিয়ে কাজ করছি। তরুণ প্রজন্মকে বিনোদনধর্মী, তবে মূল্যবোধসম্পন্ন গান উপহার দিতে আমি নিরন্তর চেষ্টা করে যাব। এছাড়া আলামিন হাওলাদারের কথায় ক্লোজআপ ওয়ানের তারকা শিল্পীদের নিয়ে একটি গানের এ্যালবামের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। চারুনীড়মের টেলিভিশন কাহিনীচিত্র উৎসবের উদ্বোধন সংস্কৃতি ডেস্ক ॥ রাজধানীর পাবলিক লাইব্রেরির শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে আজ বৃহস্পতিবার বিকেল ৩টায় চারুনীড়মের উদ্যোগে ২০১৫ সালের নতুন ও প্রবীণ নির্মাতাদের ৮ দিনব্যাপী টেলিভিশন কাহিনীচিত্র উৎসবের উদ্বোধন হবে। উদ্বোধন করবেন দেশবরেণ্য নাট্যজনরা। চ্যানেলগুলোতে নিয়মিতভাবে এক ঘণ্টার নাটক প্রচারের লক্ষ্যে ২০০৮ সালে ‘এক ঘণ্টার নাটক বাঁচাও’ কর্মসূচী হাতে নেয় চারুনীড়ম। এজন্য ২০০৯ সাল থেকে ‘চারুনীড়ম টেলিভিশন কাহিনীচিত্র উৎসব’ এবং ‘চারুনীড়ম টেলিভিশন কাহিনীচিত্র পুরস্কার’ প্রদান শুরু করে। এরই ধারাবাহিকতায় আজ এ উৎসবের উদ্বোধন হতে যাচ্ছে।
×