ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভাঙ্গা গড়া নাট্যোৎসবে ‘বিনোদিনী’

প্রকাশিত: ০৪:৪৫, ৩ মার্চ ২০১৬

ভাঙ্গা গড়া নাট্যোৎসবে ‘বিনোদিনী’

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর নাটক সরণি (বেইলি রোড) মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে চলছে ‘ভাঙ্গা গড়া নাট্যোৎসব’। এ উৎসবে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ৭টায় মঞ্চায়ন হবে ঢাকা থিয়েটারের ৩১তম প্রযোজনা নাটক ‘বিনোদিনী’। এতে একক অভিনয় করবেন শিমুল ইউসুফ? উপমহাদেশের প্রখ্যাত মঞ্চ অভিনেত্রী বিনোদিনী দাসীর আত্মজীবনীমূলক ‘আমার কথা’ ও ‘আমার অভিনয় জীবন’ বইয়ের আলোকে ‘বিনোদিনী’র নাট্যরূপ দিয়েছেন সাইমন জাকারিয়া? নির্দেশনা দিয়েছেন নাসিরউদ্দিন ইউসুফ। আধুনিক বাংলা নাট্যমঞ্চে বিনোদিনীই প্রথম নারী অভিনেত্রী বলে স্বীকৃত। এই মহীয়সী নাট্যশিল্পীর জীবনালেখ্যই ঢাকা থিয়েটারের প্রযোজনা ‘বিনোদিনী’ তে উঠে এসেছে একালের মঞ্চকুসুম শিমূল ইউসুফের অসামান্য অভিনয়ভাষ্যে। বাংলা বর্ণনাত্মক নাট্যের প্রয়োগ কৌশলে নির্মিত হয়েছে এই প্রযোজনা। শ্রীমতি বিনোদিনী দাসীর জন্ম আনুমানিক ১৮৬৩ খ্রিস্টাব্দে কলকাতায়। মাত্র ১১-১২ বছর বয়সে ১৮৭৪ সালে তিনি প্রথম মঞ্চে অবতরণ করেন গ্রেট ন্যাশনাল থিয়েটারে ‘শত্রুসংহার’ নাটকে দ্রৌপদীর সখীর ভূমিকায়। অতঃপর ১৮৮৬ খ্রিস্টাব্দ পর্যন্ত গ্রেট ন্যাশনাল, বেঙ্গল, ন্যাশনাল ও স্টার থিয়েটারে তৎকালীন যাবতীয় শ্রেষ্ঠ নাটকের প্রধান নারী চরিত্রে অভিনয় করে অসামান্য যশ লাভ করেন। মাত্র ২৩-২৪ বছর বয়সে তার খ্যাতি ও ক্ষমতার চরম সিদ্ধি লগ্নে রঙ্গালয়ের সংশ্রব চিরতরে ত্যাগ করেন। বিনোদিনী মাত্র ১২ বছর প্রায় ৮০টি নাটকে ৯০টিরও অধিক ভূমিকায় অভিনয় করেছিলেন।
×