ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আলোচনায় ‘হিরো-৪২০’

প্রকাশিত: ০৪:৪৪, ৩ মার্চ ২০১৬

আলোচনায় ‘হিরো-৪২০’

স্টাফ রিপোর্টার ॥ দেশীয় চলচ্চিত্রের মন্দাভাব যেন কাটছেই না। তবে মন্দা কাটাতে কিছুটা হলেও উদ্যোগ নিয়েছে জাজ মাল্টিমিডিয়া। এই প্রতিষ্ঠানের প্রযোজনায় বেশ কিছু চলচ্চিত্র ভাল ব্যবসা করছে। বলা হচ্ছে চলচ্চিত্র নিয়ে হতাশ দর্শকদের অনেকটাই হলমুখী করছে জাজ প্রযোজিত চলচ্চিত্রগুলো। এরই ধারাবাহিকতায় সম্প্রতি মুক্তি পেয়েছে জাজ প্রযোজিত চলচ্চিত্র ‘হিরো ৪২০’ চলচ্চিত্রটি। মুক্তির কয়েকদিনেই চলচ্চিত্রটি দেখতে হলমুখী হয়েছেন দর্শক। ঢাকাসহ সারাদেশের ৮৬টি হলে মুক্তিপ্রাপ্ত এই চলচ্চিত্রটি দেখতে সপ্তাহজুড়েই সব প্রেক্ষাগৃহেই দর্শকদের ভিড় লক্ষ্য করা গেছে। দর্শকরা বলেছেন জাজের এই চলচ্চিত্রে প্রচুর বিনোদন আছে। পরিবার পরিজন নিয়ে উপভোগ করার মত একটি চলচ্চিত্র ‘হিরো ৪২০’। চলচ্চিত্রের ব্যবসা নিয়ে চলচ্চিত্রটি এদেশের প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়াও সন্তুষ্ট। সব মিলিয়ে এ বছরের ভাল ব্যবসা করা চলচ্চিত্র হিসেবে সাফল্যের শুভ সূচনা করল ‘হিরো ৪২০’। এ প্রসঙ্গে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ জনকণ্ঠকে বলেন, চলচ্চিত্রটি নিয়ে বেশ সাড়া পাচ্ছি। সব জায়গা থেকেই ভাল খবর পেয়েছি। বছরের শুরুতেই চলচ্চিত্রে যে মন্দাভাব বিরাজ করছিল সেটা কাটিয়ে উঠতে পেরেছে এই চলচ্চিত্রটি। ‘হিরো-৪২০’ চলচ্চিত্রটি দর্শকদের আবার হলমুখী করতে পেরেছে আমরা তাতেই সন্তুষ্ট। তাছাড়া চলচ্চিত্রটির সেল রিপোর্টও বেশ ভাল। সব মিলিয়ে হতাশা পেরিয়ে নতুন বছরে এটিকে ভাল অধ্যায়ের শুভ সূচনা বলা যায়। তিনি জানান, ওপার বাংলাতেও চলচ্চিত্রটি ভাল চলেছে। সৈকত নাসির এবং সুজিত মন্ডল পরিচালিত ‘হিরো ৪২০’ চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের নুসরাত ফারিয়া ওপার বাংলার ওম এবং রিয়া সেন। এ্যাকশন ও রোমান্টিকধর্মী ত্রিভুজ প্রেমের এ চলচ্চিত্রটি যৌথভাবে প্রযোজনা করেছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া এবং ভারতের এসকে মুভিজ। গত ১৯ ফেব্রুয়ারি শুক্রবার বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় চলচ্চিত্রটি। প্রসঙ্গত, এ বছরের শুরু থেকেই চলচ্চিত্র ব্যবসায় মন্দা অবস্থা বিরাজ করছিল। জানুয়ারি থেকে এ পর্যন্ত মুক্তিপ্রাপ্ত কোন চলচ্চিত্রই সেভাবে দর্শক টানতে পারেনি বরং গত বছরের চেয়ে আরও বেশি হতাশা সৃষ্টি করেছিল। মুক্তি প্রাপ্ত দু’একটি চলচ্চিত্র প্রশংসিত হলেও হলে ছিল না সেভাবে দর্শক সমাগম। এবার এ খরা খানিকটা হলেও কাটিয়ে উঠতে পেরেছে ‘হিরো-৪২০’ চলচ্চিত্রটি।
×