ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় ...

প্রকাশিত: ০৪:৪২, ৩ মার্চ ২০১৬

বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় ...

নিজস্ব সংবাদদাতা, পাবনা, ২ মার্চ ॥ বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় সুজানগরে এক কিশোরীকে কুপিয়ে জখম করেছে মুকুল কসাই নামে এক বখাটে ও তার সহযোগীরা। বুধবার ভোরে গুরুতর আহত কিশোরী শিলাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত কিশোরীর পরিবার জানায়, তিন মাস আগে সুজানগর উপজেলার নাজিরগঞ্জ এলাকায় মুকুল কসাইয়ের বাড়ি ভাড়া নেবার পর থেকেই দুই সন্তানের জনক বাড়িওয়ালা শিলাকে উত্ত্যক্ত করে আসছিল। বুধবার কিশোরীর বাবা আব্দুল করিম কাজের উদ্দেশে বাড়ির বাইরে গেলে বখাটে মুকুল কয়েক সহযোগীকে নিয়ে শিলাকে অপহরণের চেষ্টা চালায়। এ সময় শিলা চিৎকার করলে তারা চাপাতি দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে। পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক মঞ্জুরা রহমান জানিয়েছেন কিশোরীর মাথা, ঘাড় ও হাতে গুরুতর জখমের চিহ্ন রয়েছে। মেয়ের বাবা আব্দুল করিম বাদী হয়ে বখাটে মুকুল ও অজ্ঞাতনামা চারজনকে আসামি করে একটি মামলা করেছেন। মাগুরায় বোমাসদৃশ বস্তু, কাফনের কাপড় উদ্ধার নিজস্ব সংবাদদাতা, মাগুরা, ২ মার্চ ॥ মাগুরায় জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার নামে বোমাসদৃশ বস্তু কাফনের কাপড় ও আনসার উল্লাহ বাংলা সংসদের পাঠানো প্রচারপত্র উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার বেলা ১১টার দিকে শহরের এম আর রোডে অবস্থিত পুরাতন মহকুমা প্রশাসকের অফিস ভবনের বারান্দা থেকে এগুলো উদ্ধার করা হয়। পাঠানো বড় প্যাকেটে প্রেরক আনসার উল্লাহ বাংলা সংসদ ও প্রাপক আব্দুর রহমান, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা, মাগুরা নাম লেখা রয়েছে। পুলিশ লালটেপে মোড়ানো বোমা সদৃশ বস্তুটি বালতির পানিতে ডুবিয়ে রেখেছে। এ ব্যাপারে মাগুরার সিনিয়র সহকারী পুলিশ সুপার সুদর্শন কুমার রায় জানান, এ ব্যাপারে করা জড়িত তা তদন্ত করা হচ্ছে। কারা এটা করেছে তদন্ত ছাড়া এই মুহূর্তে বলা যাচ্ছে না। চট্টগ্রামে জোড়া খুনের ঘটনায় মামলা অবৈধ সম্পর্কের জের স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে অবৈধ সম্পর্কের জের ধরে স্ত্রী ও খালুশ্বশুরকে খুন করার ঘটনায় ঘাতক স্বামীর নামে মামলা দায়ের হয়েছে। বুধবার সকালে নিহত আসমা বেগমের বড় ভাই জোবায়ের নগরীর কোতোয়ালি থানায় মামলাটি দায়ের করেন। জোড়া খুনের এ ঘটনাটি ঘটে গত মঙ্গলবার রাতে। তবে পুলিশ এখনও ঘাতক ও আসামি হৃদয়কে গ্রেফতার করতে সক্ষম হয়নি। স্বাস্থ্য সচেতনতায় কর্মশালা স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ নিরাপদ মাতৃত্ব ও স্বাস্থ্য সচেতনতায় কর্মশালা হয়েছে। বুধবার দিনব্যাপী জেলা ৪০ মিডিয়াকর্মীকে নিয়ে জেলা প্রশাসকের সভাকক্ষে আয়োজনটি হয়েছে। এতে ছোট পরিবার ধারণার উন্মেষ, পুষ্টি, নবজাতকের যতœ এবং জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে আলোচনা হয়। কর্মমালার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক হারুন অর রশীদ। জেলা পরিবার পরিকল্পনার উপ-পরিচালক একেএম মজিবুর রহমান সিদ্দিকীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ শহিদুল ইসলাম, ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার বাদশা হোসেন, সাংবাদিক মীর নাসিরউদ্দিন উজ্জ্বল প্রমুখ।
×