ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জামাতার হাতে শাশুড়ি খুন

প্রকাশিত: ০৪:৪২, ৩ মার্চ ২০১৬

জামাতার হাতে শাশুড়ি খুন

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ২ মার্চ ॥ নেশার টাকা না পেয়ে জামাতা তার শাশুড়িকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে সদর উপজেলার সিংহেরবাংলা ইউনিয়নের মোবারকপুর গ্রামে। নিহত মহিলার নাম ফাতেমা আক্তার(৫০)। তিনি ওই গ্রামের আব্দুল কাদেরের স্ত্রী। পুলিশ ঘাতক আলমগীর হোসেনকে গ্রেফতার করেছে। জানা গেছে, চার-পাঁচ বছর আগে একই গ্রামের জব্বার মিয়ার ছেলে আলমগীরের সঙ্গে ফাতেমা আক্তারের মেয়ে রিনা আক্তারের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর আলমগীর নেশাগ্রস্ত হয়ে পড়ে। নেশার টাকার জন্য সে প্রায়ই তার স্ত্রী রিনা আক্তারকে মারপিট করত এবং বাবার বাড়ি থেকে টাকা এনে দেয়ার চাপ দিত। মেয়ের সুখের কথা চিন্তা করে ফাতেমা প্রায়ই তাকে টাকা দিতেন। মঙ্গলবার সকালে আলমগীর তার শাশুড়িকে একটি গরু বিক্রি করে টাকা দেয়ার চাপ দেয়। এতে রাজি না হওয়ায় শাশুড়ি-জামাতার মধ্যে বাকবিত-া হয়। রাত ন’টার দিকে আলমগীর ফাতেমাকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে। আধিপত্য নিয়ে সংঘর্ষে নিহত এক স্টাফ রিপোর্টার, কক্সবাজার থেকে জানান ॥ টেকনাফে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের মধ্যে বিবদমান বিরোধের জের ধরে সংঘর্ষে গুলিতে একজন নিহত ও ১৫ জন আহত হয়েছে। সকাল সাড়ে ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত ওই দুই গ্রুপের অস্ত্রের মহড়ায় স্থানীয় জনসাধারণ চরম আতঙ্কে ঘর থেকে বের হয়নি। বুধবার সকালে টেকনাফের হোয়াইক্যং খারাংখালী বাজারে এ ঘটনা ঘটে। ঘটনায় জড়িত সন্দেহে ঘটনাস্থল থেকে তিন জনকে আটক করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মৃত তোরাব আলীর পুত্র আবু ছিদ্দিক গ্রুপ ও মৃত জাফর আলীর পুত্র ইসমাইল গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছে। বুধবার সকাল ৯টায় পশ্চিম মহেশখালীয়াপাড়া কোনারপাড়ার মৃত তোরাব আলীর পুত্র আবু ছিদ্দিক গ্রুপের কয়েক লোক পূর্ব বিরোধের জের ধরে খারাংখালী বাজারে প্রতিপক্ষ জয়নাল গ্রুপের লোকজনকে ধাওয়া করলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তৎক্ষণাৎ উভয় পক্ষের লোকজন দা-কিরিচ, লোহার রড ও দেশীয় অস্ত্র হাতে নিয়ে মুখোমুখি অবস্থান নেয়। উভয়পক্ষ থেকে ৭-৮ রাউন্ড গুলিবর্ষণের ঘটনা ঘটে। এরপর থেমে থেমে চলে ধাওয়া-পাল্টা ধাওয়া। এতে গুলিবিদ্ধ, দা’রকোপ ও লাঠির আঘাতে উভয় পক্ষের ১৫জন আহত হয়েছে। ৪ বছরের শিশুর লাশ উদ্ধার স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ থেকে জানান, লৌহজংয়ে নিখোঁজের তিন দিন পর হাত-গলা কাটা ও নারীভূরিবিহীন শিশুর লাশ বুধবার উদ্ধার হয়েছে। মোঃ সায়মন (৪) নামের এই শিশু ২৮ ফেব্রুয়ারি পূর্ব কুমারভোগ পদ্মা সেতুর পুনর্বাসন এলাকা থেকে নিখোঁজ হয়। দুপুরে উপজেলার কুমারভোগ গ্রামের চকে লাশটি পাওয়া যায়।
×