ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

জলঢাকায় আগুনে বৃদ্ধা নিহত ॥ দগ্ধ তিন

প্রকাশিত: ০৪:৪২, ৩ মার্চ ২০১৬

জলঢাকায় আগুনে বৃদ্ধা নিহত ॥ দগ্ধ তিন

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ ভয়াবহ অগ্নিকা-ে জলঢাকা উপজেলার শালনগ্রামের মাঝাপাড়ায় একটি পরিবারের ঘরবাড়ি ভস্মীভূত হয়েছে। বুধবার ভোরে এই অগ্নিকা-ে অগ্নিদগ্ধ হয়ে তাবিয়ন বেওয়া নামের এক বৃদ্ধা নিহত ও ৩ জন আহত হয়। এ ছাড়া আগুনে পুড়ে মারা গেছে তিন গরু ও ৯টি ছাগল। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১৫ লাখ টাকা বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, উক্ত গ্রামের মৃত আজিজার মুন্সির ছেলে ব্র্যাক স্কুলের শিক্ষক অলিয়ার রহমানের বাড়িতে রহস্যজনক অগ্নিকা-ের সময় বাড়ির লোকজন ঘুমিয়ে ছিল। আগুনের লেলিহান শিখায় ওই পরিবারের ৬টি টিনের ঘর ও প্রতিবেশী বিদ্যুত মিস্ত্রি আব্দুল আজিজের ১টি রান্নাঘরসহ ৭টি ঘর ভস্মীভূত করে দেয়। এ ছাড়া ৩টি গরু, ৯টি ছাগল, ধান, চাল, আসবাবপত্র,১৭ হাজার নগদ টাকা সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এ সময় অগ্নিদগ্ধ হয়ে আহত হয় তারা। সিলেট সার্কিট হাউসে আগুন স্টাফ রিপোর্টার, সিলেট অফিস থেকে জানান, বুধবার বেলা ১১টায় সিলেট সার্কিট হাউসে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। এতে সার্কিট হাউসের দুইটি রুম পুড়ে ছাই হয়ে যায়। সার্কিট হাউসের নতুন ভবনের একটি ভিআইপি রুম থেকে আগুনের সূত্রপাত বলে জানা গেছে। চিকিৎসকের ওপর হামলাকারীদের গ্রেফতার দাবিতে বিক্ষোভ সমাবেশ স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনার তেরখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ডাঃ আব্দুল্লাহ হেল মামুনের ওপর হামলাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে চিকিৎসকরা বিক্ষোভ সমাবেশ করেছেন। বাংলাদেশ মেডিক্যাল এ্যাসোসিয়েশন (বিএমএ) খুলনার উদ্যোগে বুধবার দুপুরে নগরীর বিএমএ ভবন সংলগ্ন শহীদ ডাঃ মিলন চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিএমএ খুলনা শাখার সভাপতি ডাঃ শেখ বাহারুল আলমের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক ডাঃ মেহেদী নেওয়াজ, চিকিৎসক নেতা ডাঃ ধীরাজ মোহন বিশ্বাস, ডাঃ শওকত আলী লস্কর প্রমুখ। বগুড়ায় সেপটিক ট্যাঙ্কে নেমে দুই শ্রমিকের মৃত্যু স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ শেরপুর উপজেলার দুবলাগাড়িতে বুধবার সকালে একটি নির্মাণাধীন বাড়ির সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষক্রিয়ায় দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এরা হলো- জহুরুল ইসলাম (৩৫) ও সাগর মিয়া (২২)। তাদের বাড়ি উপজেলার খামারকান্দি এলাকায়। জানা গেছে, উপজেলার দুবলাগাড়ি এলাকায় আবুল কালাম নামে এক ব্যক্তির নির্মাণাধীন বাড়ির সেপটিক ট্যাংঙ্কের সাটারিং খোলার জন্য বুধবার বেলা ৯টার দিকে দুই নির্মাণ শ্রমিক কাজ শুরু করে। প্রথমে এক জন শ্রমিক সেপটিক ট্যাংকের ভিতরে নামার পর উঠে না আসায় অপর শ্রমিক ভিতরে নামে। সেখানে দুই জনই আটকে পড়ে বিষক্রিয়ায় মারা যায় বলে পুলিশ জানায়। খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে যান। রংপুরে বেতার শিল্পীদের মানববন্ধন স্টাফ রিপোর্টার, রংপুর ॥ বাংলাদেশ বেতারের বিভিন্ন কেন্দ্র ও ইউনিটে কর্মরত মাসিক চুক্তিবদ্ধ অনিয়মিত শিল্পীদের চাকরি স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন করেছে রংপুরের অনিয়মিত শিল্পী কল্যাণ সংস্থা। পরে তারা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর তাদের দাবি সম্বলিত স্মারকলিপি পেশ করেন। বুধবার এসব শিল্পী বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রের সামনে জমায়েত হন। সংস্থার সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন কাজী মোঃ জুন্নুন, নাজমুল হোসেন প্রমুখ। সন্ন্যাসীবেশে মাদক পাচার স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ সৈয়দপুরে ২০ বোতল ফেনসিডিলসহ জটাধারী সাধুবেশী এক ফেনসিডিল বিক্রেতাকে আটক করা হয়েছে। বুধবার সকালে খুলনা থেকে ছেড়ে আসা আন্তঃনগর সীমান্ত ট্রেনের বগি থেকে আব্দুল রশিদ (৪৫) নামের ওই ভ- সাধুকে আটক করে সৈয়দপুর রেলওয়ে থানা পুলিশ (জিআরপি)। পরে তার ব্যাগ থেকে ওই ফেনসিডিল উদ্ধার করা হয়। আটক ফেনসিডিল ব্যবসায়ী দিনাজপুরের বিরামপুর উপজেলার শালবাগান গ্রামের মৃত কমর উদ্দিন শেখের ছেলে।
×