ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনা

মা-মেয়ে ও শিশুসহ নিহত ৬

প্রকাশিত: ০৪:৪১, ৩ মার্চ ২০১৬

মা-মেয়ে ও শিশুসহ নিহত ৬

জনকণ্ঠ ডেস্ক ॥ সড়ক দুর্ঘটনায় লোহাগাড়ায় মা-মেয়েসহ ৩, নীলফামারীতে শিশু, সিরাজগঞ্জে গৃহবধূ ও পঞ্চগড়ে ট্রাক্টর চালক নিহত হয়েছে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের পাঠানা- পটিয়া ॥ চট্টগ্রাম-কক্সবাজার-আরকান মহাসড়কের লোহাগাড়া উপজেলায় পিকনিকের একটি বাস চাপায় মা-মেয়েসহ নিহত হয়েছেন ৩জন। নিহতরা হলেন লোহাগাড়া পল্লী বিদ্যুত অফিসের সমিতা রাণী (২৮) ও মেয়ে সুমি রাণী (৬) ও আরাফা বেগম (৫০) নামের এক মহিলা। আহত হয়েছেন মোটরসাইকেল আরোহী শফিকুর রহমান, শেলিনা আকতার, সিএনজি চালক রাজিব বড়ুয়া। নিহত ও আহত সবাই ছিল পথচারী। বুধবার দুপুর সোয়া ১২টার দিকে লোহাগাড়া থানা সংলগ্ন চার রাস্তার মাথা এলাকায় এই ঘটনা ঘটে। জানা গেছে, চট্টগ্রাম নগরীর কালুরঘাট এমইবি গ্রুপের একটি প্রতিষ্ঠানের শ্রমিক-কর্মচারীরা বুধবার সকালে কক্সবাজারে ভ্রমণের উদ্দেশ্যে রওনা হয়। তাদের চেয়ারকোচটি (ঢাকা মেট্রো ব-১১-০১৭৫) লোহাগাড়া এলাকায় পৌঁছলে সেখানে একটি মোটরসাইকেলকে ওভারটেক করতে গিয়ে পিকনিকের গাড়িটি ফুটপাথে উঠে পড়ে। এ সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা লোহাগাড়া বিদ্যুত অফিসের চাকরিজীবী সমিতা রাণী, তার মেয়ে সুমি রাণী ও স্থানীয় আরফা বেগম পিকনিকের গাড়ি চাপায় মারা যান। নিহত সমিতার গ্রামের বাড়ি নওগাঁ জেলায়। অপরজনের বাড়ি লোহাগাড়ায়। নীলফামারী ॥ ব্যাটারি চালিত যাত্রীবাহী ইজিবাইকের ধাক্কায় নিহত হয়েছে জান্নাতুল বেগম নামের ৫ বছরের এক শিশুকন্যা। বুধবার সকাল ৯টার দিকে ঘটনাটি ঘটে ডোমার উপজেলার আমবাড়ি সড়কের নয়ানী বাগডোগরা-শিয়ালডাঙ্গি নামক স্থানে। নিহত শিশুটি নয়ানী বাগডোগরা মুন্সিপাড়া গ্রামের জিয়ারুল ইসলাম জিয়ার মেয়ে ও পশ্চিম বাগডোগরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিশু বিকাশ ক্লাসের শিক্ষার্থী। সিরাজগঞ্জ ॥ বুধবার দুপুরে সদর উপজেলার বনবাড়িয়ায় সিএনজি চালিত অটোরিক্সার ধাক্কায় জরিনা বেগম (৫০) নামে এক মহিলা নিহত হয়েছে। রাস্তা পারাপারের সময় জরিনা বেগমকে সিএনজি চালিত অটোরিক্সা ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পঞ্চগড় ॥ ট্রাক্টর উল্টে আসাদুর রহমান (১৮) নামে এক চালক মারা গেছে। বুধবার দুপুরে সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের মূহুরীজোত এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত আসাদুর রহমান ওই ইউনিয়নের বিরাজোত এলাকার আফিজ উদ্দিনের ছেলে। স্থানীয়রা জানায়, ট্রাক্টর চালক আসাদুর ভজনপুরের সাড়ে নয়মাইল এলাকায় হালচাষ করার জন্য ট্রাক্টর নিয়ে যাচ্ছিল। জীতেন সভাপতি তাহের সম্পাদক নির্বাচিত খাগড়াছড়ি প্রেসক্লাব পার্বত্যাঞ্চল প্রতিনিধি, খাগড়াছড়ি ॥ খাগড়াছড়ি প্রেসক্লাবের দ্বিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচন বুধবার ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ক্লাবের স্থায়ী কমিটির সদস্য আজিম উল হকের সভাপতিত্বে সভায় ক্লাবের আয় ব্যয়ের হিসাব ও ভবিষ্যত পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। পরে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে জীতেন বড়ুয়া সভাপতি, মোহাম্মদ জহুরুল আলম সহ-সভাপতি, আবু তাহের মুহাম্মদ সম্পাদক, নাজিম উদ্দিন যুগ্ম-সম্পাদক, চিংমেপ্রু মারমা অর্থ সম্পাদক, ওমর ফারুক শামীম ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এবং চৌধুরী আতাউর রহমান, দীলিপ চৌধুরী, আবু দাউদ সদস্য নির্বাচিত হয়। জাটকা রক্ষায় পদ্মায় নৌ র‌্যালি স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জে জাটকা সংরক্ষণে পদ্মায় বিশাল নৌ র‌্যালি ও জেলে সমাবেশ হয়েছে। বুধবার লৌহজং উপজেলার মাওয়া থেকে বিশাল র‌্যালি বের হয়ে পদ্মা সেতুর নির্মাণস্থল হয়ে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। পরে স্থানীয় কালীরখিলে জেলে সমাবেশ হয়েছে। সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা মৎস্য অফিসার ড. মোঃ অলিয়ুর রহমান। লৌহজং উপজেলা নির্বাহী অফিসার মোঃ খালেকুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আলী হোসাইন, লৌহজং উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য অফিসার ইদ্রিস তালুকদার, সদর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য অফিসার শাহজাদা খসরু, শ্রীনগর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এলিজ ফারজানা, টঙ্গীবাড়ি উপজেলা মৎস্য কর্মকর্তা হারুন অর রশিদ, গজারিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা শাহিনুর মিয়া, সিরাজদিখান সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ফরিদা বেগম ও সাবেক মাওয়া মৎস্য সমিতির সভাপতি সিরাজুল ইসলাম।
×