ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সোনারগাঁয়ে সড়ক অবরোধ

পোশাক শ্রমিকদের ওপর হামলা

প্রকাশিত: ০৪:৩৯, ৩ মার্চ ২০১৬

পোশাক শ্রমিকদের ওপর হামলা

নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ২ মার্চ ॥ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ পৌরসভার টিরপদী এলাকায় চৈতী কম্পোজিট লি.-এর শ্রমিকদের উপর হামলার ঘটনার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার জের ধরে উত্তেজিত শ্রমিকরা ৫ ঘণ্টা কর্মবিরতি পালন, বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবরোধ সৃষ্টি করেছে। পরে শিল্প পুলিশ ও উর্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। ঘটনাটি ঘটেছে বুধবার সকাল ৯টার দিকে। পুলিশ ও শ্রমিকরা জানায়, চৈতী কম্পোজিট লি. কর্তৃপক্ষ চতুর্থ তলার সুইং সেকশনের শ্রমিকদের খাবার রাখার ডেস্ক হঠাৎ করে সরিয়ে ৫ম তলায় নিয়ে যায়। এতে করে শ্রমিকদের দুপুরের খাবারের সময় একসঙ্গে হুড়োহুড়ি করে সিঁড়ি বেয়ে উঠতে গিয়ে নানা ধরনের বিড়ম্বনায় পড়তে হয়। শ্রমিকরা কর্তৃপক্ষকে খাবার রাখার ডেস্ক আগের স্থানে ফিরিয়ে আনার দাবি জানালে কর্তৃপক্ষ এ দাবি মানতে অস্বীকৃতি জানায়। এতে শ্রমিকরা কর্মবিরতি পালন শুরু করে। এ সময় চৈতী কম্পোজিটের পক্ষে চৈতীর নিরাপত্তা কর্মীদের সহায়তায় স্থানীয় কাউন্সিলরের ভাই হুমায়নের নেতৃত্বে ৭/৮জনের একটি দল নারী শ্রমিকদের উপর হামলা চালায়। এতে ওই গার্মেন্টসের সুইং সেকশনের নারী অপারেটর জেসমিন আক্তার, জুলেখা, শারমিন ও নাছিমাসহ ৫ জন আহত হয়। নারী শ্রমিকদের উপর হামলার খবর গার্মেন্টসে ছড়িয়ে পড়লে কারখানার অন্য শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে মহাসড়ক এসে অবরোধ সৃষ্টি করে। শিল্প পুলিশের একটি দল বিক্ষুব্ধ শ্রমিকদের শান্ত করে। পরে চৈতী কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দোষী ব্যক্তিদের বিচারের আশ্বাস দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আহত নারী শ্রমিক জেসমনি আক্তার জানান, আমাদের ন্যায্য দাবির জন্য শান্তিপূর্ণভাবে কর্মবিরতি পালন করছিলাম। এ সময় মালিক পক্ষের নিয়োজিত সন্ত্রাসী হুমায়নের নেতৃত্বে ৭/৮জনের আমাদের উপর হামলা চালিয়েছে। এ ব্যাপারে চৈতীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ওবায়দুল হক জানান, শ্রমিকদের উপর হামলার বিষয়টি শুনেছি। শ্রমিকদের সঙ্গে কথা বলে হামলা ও ভুল বোঝাবুঝি নিরসন করা হবে। বাগেরহাটে স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসি স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ বাগেরহাটে স্ত্রীকে হত্যার দায়ে শহিদুল ইসলাম ওরফে সাইদুল (৪২) নামে এক ব্যক্তির ফাঁসির আদেশ দিয়েছে আদালত। বুধবার দুপুরে বিচারক মোঃ জাকারিয়া হোসেন এ রায় দেন। শহিদুল ইসলাম বাগেরহাটের রামপাল উপজেলার গৌরম্ভা ইউনিয়নের বড় নবাবপুর গ্রামের মৃত সামছুদ্দিন শেখের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন। জানা যায়, ২০১২ সালের ২১ ফেব্রুয়ারি রাত ৩টার দিকে সাইদুল তার স্ত্রী নাজমা বেগমকে ধারালো দা দিয়ে গলাকেটে হত্যা করে। ফরিদপুরে সর্দারণীর যাবজ্জীবন নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর থেকে জানান, এক নাবালিকাকে (১২) পতিতাবৃত্তিতে বাধ্য করায় জাহানার ওরফে প্রিয়া নামের এক সর্দারণীর যাবজ্জীবন সশ্রম কারাদ- ও ৫০ হাজার টাকা জরিমানা করেছে আদালত। জরিমানা অনাদায়ে তাকে আরও দু’বছর কারাদ- প্রদান করছে আদালত। বুধবার দুপুরে বিচারক মোঃ বজলুর রহমান এ আদেশ দেন। তবে দ-প্রাপ্ত ওই সর্দারণী মামলা চলাকালে জামিন নিয়ে পলাতক রয়েছেন। তার অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করা হয়। জানা যায়, ওই নাবালিকা কাজের সন্ধানে বরিশাল থেকে ঢাকায় আসে।
×