ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রূপগঞ্জে ডিম বোঝাই পিকআপ ছিনতাই ॥ চালক-হেলপার উদ্ধার

প্রকাশিত: ০৪:৩৯, ৩ মার্চ ২০১৬

রূপগঞ্জে ডিম বোঝাই পিকআপ ছিনতাই ॥ চালক-হেলপার উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ২ মার্চ ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জে চালক ও হেলপারকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে ডিম বোঝাই পিকআপ ছিনতাই করে নিয়ে গেছে ছিনতাইকারী দল। বুধবার সকালে উপজেলার আধুরিয়া এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে ঘটে এ ঘটনা। এদিকে, দুপুরে ডিম বোঝাই পিকআপের চালক ইদ্রিস আলী ও হেলপার ইব্রাহীমকে হাত-পা বাঁধা অবস্থায় উপজেলার ইছাপুড়া এলাকার সড়কের পাশ থেকে উদ্ধার করে স্থানীয় এলাকাবাসী। উদ্ধার হওয়া পিকআপ চালক ইদ্রিস আলী জানান, নরসিংদী সদর এলাকা থেকে প্রায় ৩০ হাজার ডিম ভর্তি করে পিকআপ (কুমিল্লা-ম ৫১-০০৩১) যোগে কুমিল্লার দাউদকান্দির উদ্দেশে রওনা হন। সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার আধুরিয়া এলাকায় পৌঁছামাত্র একটি সাদা প্রাইভেটকারযোগে এসে পিকআপটি গতিরোধ করে। এক পর্যায়ে ৫ জনের ছিনতাইকারীদল ইদ্রিস আলীসহ হেলপার ইব্রাহীমকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে পিকআপটি ছিনিয়ে নেয়। পরে চোখ ও হাত-পা বেঁধে রেখে ছিনতাইকারীদের প্রাইভেটকারে উঠিয়ে নেয়। পরে দুপুরে ইছাপুড়া এলাকার সড়কের পাশে ফেলে রেখে ছিনতাইকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে। ছাত্রীর শ্লীলতাহানি ভিডিও ইন্টারনেটে দেয়ার হুমকি স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় স্কুলে যাওয়ার পথে স্কুলছাত্রীকে জড়িয়ে ধরে শ্লীলতাহানি করে মোবাইলে ধারণ করেছে কতিপয় বখাটে। পরবর্তীতে ওই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে স্কুলছাত্রীর পরিবারের কাছে মোটা অঙ্কের টাকা চাঁদা দাবি করা হয়। এ ঘটনায় আদালতে মামলা দায়ের করা হয়েছে। ঘটনাটি আগৈলঝাড়া উপজেলার পূর্বসুজনকাঠী গ্রামের। জানা গেছে, ওই গ্রামের সাইদুর রহমান দুলালের কন্যা ও গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীকে স্কুলে আসা-যাওয়া পথে একই এলাকার মানিক আকনের বখাটে পুত্র তানভীর আকন প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। ওই ছাত্রী তানভীরের প্রস্তাবে রাজি না হওয়ায় বৃহস্পতিবার সকালে স্কুলে যাওয়ার পথে তানভীর তার বন্ধুদের নিয়ে ওই ছাত্রীকে জড়িয়ে ধরে শ্লীলতাহানি ঘটায়। এসময় ওই দৃশ্য তানভীরের বন্ধুরা মোবাইল ফোনে ভিডিও ধারণ করে। ছাত্রীর শ্লীলতাহানির দৃশ্য ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে তানভীর স্কুলছাত্রীর পরিবারের কাছে মোটা অঙ্কের টাকা চাঁদা দাবি করে। এ ঘটনায় ওই ছাত্রীর পিতা বাদী মঙ্গলবার বিকেলে বরিশাল অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে তানভীরসহ আটজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। আদালতের বিচারক মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য আগৈলঝাড়া থানার ওসিকে নির্দেশ দিয়েছেন। পঞ্চগড়ে ৪ ইউপির নির্বাচন স্থগিত স্টাফ রিপোর্টার, পঞ্চগড় ॥ বোদা উপজেলার অধুনালুপ্ত ছিটমহল সংলগ্ন ৪টি ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত করা হয়েছে। ইউনিয়নগুলো হলো- উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ, বড়শশী, মাড়েয়া ও ময়দানদিঘী ইউনিয়ন পরিষদ। বিলুপ্ত ছিটমহলের এলাকা বিভাজন এবং ছিটমহলবাসীরা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত না হওয়ায় এসব ইউনিয়নে নির্বাচন স্থগিত করা হয়েছে।
×