ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রাক্তন স্ত্রীর ওপর হামলা

কুমিল্লায় সিমেন্ট কোম্পানির এরিয়া ম্যানেজার জেলহাজতে

প্রকাশিত: ০৪:৩৮, ৩ মার্চ ২০১৬

কুমিল্লায় সিমেন্ট কোম্পানির এরিয়া ম্যানেজার জেলহাজতে

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ২ মার্চ ॥ কুমিল্লায় প্রাক্তন স্ত্রীর ওপর হামলার ঘটনায় দায়েরকৃত এক মামলায় সেভেন রিং সিমেন্ট কোম্পানির জেলা এরিয়া ম্যানেজার মাসুদুল হাসান রানাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। বুধবার কুমিল্লার অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোসাম্মৎ জয়নাব বেগম এ আদেশ দেন। এ ছাড়াও তার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের সনদ জাল-জালিয়াতি করে প্রতারণার মাধ্যমে ওই কোম্পানিতে চাকরি লাভের অভিযোগ করেছেন কুমিল্লা বারের আইনজীবী ও তার প্রাক্তন স্ত্রী এ্যাডভোকেট ফারহানা ফেরদৌসী।অভিযোগ ও আদালত সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার জড়িরপাড় গ্রামে ওবায়দুর রহমানের ছেলে সেভেন রিং সিমেন্ট কোম্পানির কুমিল্লা এরিয়া ম্যানেজার মাসুদুল হাসানের সঙ্গে কুমিল্লা বারের এ্যাডভোকেট ফারহানা ফেরদৌসীর বিয়ে হয়। অথৈ (১২) নামে তাদের একটি কন্যা সন্তান রয়েছে। মাসুদুল হাসান রানা মাদকাসক্ত ও পরনারীতে আসক্ত হয়ে পড়ায় এ নিয়ে দাম্পত্য জীবনে কলহের সৃষ্টি হয়। কারণে-অকারণে রানা তার স্ত্রীকে মারধরসহ বিভিন্নভাবে নির্যাতন করত। একপর্যায়ে ২০১৩ সালে তাদের বিয়ে ভেঙ্গে যায়। এরপর গত বছরের ২৭ জুলাই রাতে রানা তার সহযোগীদের নিয়ে নগরীর বাগিচাগাঁও এলাকায় ফারহানার ওপর হামলা চালিয়ে মারধর ও এলোপাতাড়ি ছুরিকাঘাত করে তাকে গুরুতর আহত করে। এ ঘটনায় ফারহানা বাদী হয়ে মাসুদুল হাসান রানাসহ ৪-৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন। কোতোয়ালি মডেল থানা পুলিশ তদন্ত শেষে রানা ও তার দ্বিতীয় স্ত্রীকে অভিযুক্ত করে গত বছরের ১৬ অক্টোবর আদালতে চার্জশীট দাখিল করে। এ মামলায় বুধবার রানা ও তার দ্বিতীয় স্ত্রী আদালতে হাজির হলে আদালত জামিন নামঞ্জুর করে রানাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন। মামলার বাদী এ্যাডভোকেট ফারহানা ফেরদৌসী জানান, তার প্রাক্তন স্বামী মাসুদুল হাসান রানা মূলত উচ্চ মাধ্যমিক পাস করেছে, সে বিশ্ববিদ্যালয়ের সনদ জাল-জালিয়াতি করে প্রতারণার মাধ্যমে সেভেন রিং সিমেন্ট কোম্পানিতে এরিয়া ম্যানেজারের চাকরি করছে।
×