ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ভালুকায় খাল ভরাট ॥ কয়েক হাজার একর জমিতে জলাবদ্ধতা

প্রকাশিত: ০৪:৩৭, ৩ মার্চ ২০১৬

ভালুকায় খাল ভরাট ॥ কয়েক হাজার একর জমিতে জলাবদ্ধতা

নিজস্ব সংবাদদাতা, ভালুকা ময়মনসিংহ ২ মার্চ ॥ ভালুকা উপজেলার পাড়াগাঁও চটাংপাড়া ও শ্রীপুর উপজেলার নয়াপাড়া গ্রামের সীমান্ত দিয়ে বয়ে যাওয়া লাউতির শাখা নদীটি ভরাট করে ধান ক্ষেত তৈরি করা হয়েছে। ফলে একটু বৃষ্টি হলেই ২ উপজেলার পানি প্রবাহ বন্ধ হয়ে হাজার হাজার একর জমিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়। খালটি উদ্ধার ও খনন করা হলে দুই পাশে নতুন নতুন শিল্প কারখানা গড়ে উঠবে । সরেজমিনে গিয়ে দেখা যায়, ওই খালটি কাশর গ্রামের লাউতির খালে মিলিত হয়। এক সময়ের লবলং সাগর কালের গর্ভে বিলীন হয়ে গেছে। ধীরে ধীরে তা খালে পরিণত হয় । ৮/১০ বছর আগেও এলাকাবাসী ওই খালে জাল দিয়ে মাছ ধরত। ওই এলাকায় শিল্পপতিরা জমি ক্রয় করায় জমির মূল্য বহুগুণে বেড়ে যায় এবং স্থানীয় ভূমিদস্যুরা রাতারাতি দখল করে নেয়। পাড়াগাঁও টু মাওনা সড়কের ওই খালের ওপর নির্মিত ব্রিজটি আজও কালের সাক্ষী হয়ে রয়েছে। নয়াপাড়া গ্রামের আলম মিয়া জানান, কতিপয় ব্যক্তি খালটি ভরাট করে দখল করেছে। সরকারী নকশায় খালের অস্তিত্ব থাকলেও ২৪ ফুট প্রস্থ খালটির আজ কোন অস্তিত্ব নেই। খালটি উদ্ধার করে খনন করা হলে বিভিন্ন মিলের বর্জ্য মিশ্রিত পানি প্রবাহে এলাকার ব্যাপক উন্নয়নে ভূমিকা রাখবে। ট্রেনযাত্রীর জরিমানা নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট, ২ মার্চ ॥ লালমনিরহাট রেলস্টেশনে ভ্রাম্যমাণ আদালতে ৫০ জনের কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে। বুড়িমারী রেলওয়ে স্টেশন হতে ছেড়ে আসা পাবর্তীপুরগামী কমিউটার ট্রেনে বিনা টিকেটে ভ্রমণের দায়ে ৫০ যাত্রীকে মঙ্গলবার রাতে ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্র্রেটের আদালত জেল জরিমানা করেছে। আদালতের বিচারক ছিলেন, রাজশাহী রেলওয়ে বিভাগের চীফ স্টেট অফিসার ড. আব্দুল মান্নান। এসময় জরিমানা হতে ৬৬৭০ টাকা রাজস্ব আদায় হয়। চেক বিতরণ স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ ডোমারে সড়ক দুর্ঘটনায় নিহত দাদি ও নাতনির পরিবারের মাঝে চেকের মাধ্যমে অর্থ প্রদান করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে বুধবার দুপুরে দশ হাজার করে ২০ হাজার টাকার পৃথক এই চেক প্রদান করেন ডোমার উপজেলার নির্বাহী কর্মকর্তা সাবিহা সুলহানা। গত বছরের ২৩ নবেম্বর উপজেলার ভোগডাবুড়ি ইউনিয়নের ডাঙ্গাপাড়ায় ট্রাকের চাপায় নিহত হয়েছিল কহিনুর বেগম (৬০) ও তার নাতনি সুরাইয়া আক্তার মনি (৮)। আইসিটি ট্রেনিং সেন্টার উদ্বোধন নিজস্ব সংবাদদাতা, কালকিনি, মাদারীপুর, ২ মার্চ ॥ শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে ব্যান বেইসের নির্মিত কালকিনি উপজেলা আইসিটি ট্রেনিং এ্যান্ড রিসোর্স সেন্টার কর এডুকেশনের উদ্বোধন ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। বুধবার সকালে কালকিনি উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা কোর্ট চত্বরে অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান তৌফিকুজ্জামান শাহিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন এমপি আফম বাহাউদ্দিন নাছিম।
×