ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

লক্ষ্মীপুরে স্কুলছাত্রী ধর্ষিত শিক্ষক গ্রেফতার

প্রকাশিত: ০৪:৩৭, ৩ মার্চ ২০১৬

লক্ষ্মীপুরে স্কুলছাত্রী ধর্ষিত শিক্ষক গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর, ২ মার্চ ॥ রামগতির চরগজারিয়া এলাকায় তৃতীয় শ্রেণীর এক স্কুল ছাত্রীকে (৯) ধর্ষণের অভিযোগ উঠেছে শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় রামগতি থানায় ধর্ষণের অভিযোগ এনে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। বুধবার সকালে ওই নির্যাতিত ছাত্রীর বাবা বাদী হয়ে চরআবদুল্লাহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সম্পদ চন্দ্র দাসকে আসামি করে এ মামলা দায়ের করেন। পরে পুলিশ চর আলেকজান্ডারের চর ডাক্তারপাড়া এলাকায় সম্পদ চন্দ্র দাসকে গ্রেফতার করেছে। ঘটনাটি ঘটেছে রামগতি উপজেলার বিচ্ছিন্ন দ্বীপাঞ্চল চর গজারিয়ার একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণীকক্ষে। পুলিশ ও নির্যাতিত ছাত্রীর পরিবার জানায়, ওই স্কুলে পড়ত নির্যাতিত ছাত্রী। এ সুবাদে শিক্ষক সম্পদ চন্দ্র দাসের কাছে প্রাইভেটও পড়ত সে। সোমবার বিকেলে স্কুল ছুটির পর শিক্ষক সম্পদ চন্দ্র দাস ছাত্রীকে প্রাইভেট পড়তে স্কুলে থাকতে বলে। এ সময় ওই ছাত্রীকে একটি কক্ষে নিয়ে দরজা-জানালা বন্ধ করে ধর্ষণ করে অচেতন অবস্থায় রেখে পালিয়ে যায় শিক্ষক। স্কুল ছুটির পরও সে বাড়িতে না যাওয়ায় ওই ছাত্রীর মা স্কুলে ছুটে আসেন। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায় এবং রামগতি থানা পুলিশকে জানায়। এদিকে জড়িত থাকার কথা স্বীকার করে সম্পদ চন্দ্র দাস বলেন, এ ঘটনার জন্য তিনি অনুতপ্ত। কোনভাবেই এ ধরনের কাজ করা ঠিক হয়নি। বিএসএমএমইউএ নবাগত রেসিডেন্ট চিকিৎসকদের বরণ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অধিভুক্ত মেডিক্যাল কলেজ, ডেন্টাল কলেজ ও ইনস্টিটিউটসমূহে মার্চ ২০১৬ইং শিক্ষাবর্ষে এমডি/এমএস রেসিডেন্সি প্রোগ্রাম ফেজে ভর্তিকৃত রেসিডেন্ট চিকিৎসকবৃন্দের ইনডাকশন প্রোগ্রাম মঙ্গলবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের এ ব্লকের অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। মেডিক্যাল চিকিৎসা শিক্ষায় উচ্চতর ডিগ্রী অর্জনের জন্য ভর্তিকৃত নবাগত রেসিডেন্ট চিকিৎসকবৃন্দের ইনডাকশন প্রোগ্রামে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাঃ কামরুল হাসান খান। আরও বক্তব্য রাখেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডাঃ রুহুল আমিন মিয়া, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডাঃ শহীদুল্লাহ সিকদার, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডাঃ শারফুদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডাঃ আলী আসগর মোড়ল, বেসিক সায়েন্স ও প্যারা ক্লিনিক্যাল সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ডাঃ এম ইকবাল আর্সলান, মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডাঃ এবিএম আব্দুল্লাহ, সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডাঃ কনক কান্তি বড়ুয়া, ডেন্টাল অনুষদের ডিন অধ্যাপক ডাঃ মোঃ শামসুল আলম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডাঃ এবিএম আব্দুল হান্নান। -বিজ্ঞপ্তি স্টামফোর্ড ভার্সিটিতে আন্তর্জাতিক সেমিনার শনিবার স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের প্রধান কার্যালয়ে ইংরেজী বিভাগের উদ্যোগে এক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারের বিষয় ছিল দি গ্রোথ অব ডায়াসপোরাস অব ইংলিশ এ্যান্ড ইটস ইমপ্যাক্ট অন ইংলিশ এডুকেশন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ভারতের অসম বিশ্ববিদ্যালয়ের ড. অনিন্দ্য সায়েম চৌধুরী এবং বাংলাদেশের গণবিশ্বদ্যিালয়ের প্রফেসর মনসুর মূসা। সেমিনারে প্রধান অতিথি ছিলেন স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য প্রফেসর ড. এম ফিরোজ আহমেদ। -বিজ্ঞপ্তি
×