ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

৬১ সেতু নির্মাণে পরামর্শক নিয়োগে চুক্তি

প্রকাশিত: ০৪:৩৫, ৩ মার্চ ২০১৬

৬১ সেতু নির্মাণে পরামর্শক নিয়োগে চুক্তি

স্টাফ রিপোর্টার ॥ রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল ও গোপালগঞ্জ সড়ক জোনে প্রায় ৩ হাজার কোটি টাকা ব্যয়ে ৬১টি ছোট-বড় সেতু নির্মাণ করা হবে। এ লক্ষ্যে পরামর্শক নিয়োগে চুক্তি স্বাক্ষর হয়েছে। বুধবার তেজগাঁওর সড়ক ভবনে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি। সেতুগুলো নির্মাণে জাপান সরকার প্রকল্প সহায়তা দেবে প্রায় ২ হাজার কোটি টাকা। চুক্তিপত্রে সড়ক ও জনপথ অধিদফতরের প্রধান প্রকোশলী ইবনে আলম হাসান এবং পরামর্শক প্রতিষ্ঠানের পক্ষে ওরিয়েন্টাল কনসালটেন্ট কোম্পানি লিঃ, জাপানের প্রকল্প ব্যবস্থাপক মি. তমোয়ুকি ফুকোসিমা নিজ নিজ স্বাক্ষর করেন। কক্সবাজার জেলার চকোরিয়ার একতাবাজার হতে মহেশখালীর মাতারবাড়ি পর্যন্ত প্রায় ৪৪ কি.মি. দীর্ঘ সড়ক চার লেনে উন্নীত করার লক্ষ্যে পরামর্শক নিয়োগের চুক্তিও স্বাক্ষরিত হয়। মাতারবাড়ি কয়লানির্ভর বিদ্যুত উৎপাদন কেন্দ্রের সংযোগ সড়ক হিসেবে এ চারলেন সড়কটি নির্মিত হবে। প্রায় ৬শ’ দুই কোটি টাকা ব্যয়ে চারলেন প্রকল্পে জাপানি সহায়তা থাকছে প্রায় ৫শ’ পাঁচ কোটি টাকা। অনুষ্ঠানে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং সড়ক ও জনপথ অধিদফতরের উর্ধতন কর্মকর্তা ও প্রকৌশলীগণসহ ঢাকার জাইকা অফিস ও পরামর্শক প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। সিপিএ ইয়ুথ রোড শো শুরু সংসদ রিপোর্টার ॥ জাতীয় সংসদের কার্যক্রম, গণতন্ত্র, আইনের শাসন, মৌলিক মানবাধিকারের বার্তা যুব সমাজের কাছে পৌঁছে দিতে জাতীয় সংসদের উত্তর প্লাজায় শুরু হয়েছে রোড শো। কমনওয়েলথভুক্ত ৫৩টি দেশের সঙ্গে বাংলাদেশেও বুধবার শুরু হয়েছে ‘সিপিএ ইয়ুথ রোড শো অন পার্লামেন্টারি ডেমোক্রেসি।’ এতে রাজধানীর বিভিন্ন স্কুল-কলেজের ১৫০ জন ছাত্রছাত্রী অংশ নিয়েছে। জাতীয় সংসদের উত্তর প্লাজায় রোড শো কার্যক্রমের উদ্বোধন করেন জাতীয় সংসদের স্পীকার ও সিপিএ চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী। স্পীকার বলেন, এই রোড শোয়ের মাধ্যমে দেশের যুব সমাজ জানতে পারবে তাদের মৌলিক অধিকার, মানবাধিকার, আইনের শাসন, সংসদীয় গণতন্ত্র, শাসন বিভাগ কিভাবে কাজ করে। যা যুব সমাজকে পরবর্তী নেতৃত্বে আসতে সহায়তা করবে। ডায়াবেটিকস ও হাইপারটেনশন রোগীদের জন্য ফ্রি চিকিৎসা সেবা স্টাফ রিপোর্টার ॥ ডায়াবেটিকস ও হাইপারটেনশন রোগীদের জন্য ঢাকার মোহাম্মদপুর ক্লাব বুধবার মোহাম্মদপুরের ক্লাব প্রাঙ্গণে এক ফ্রি চিকিৎসা সেবার আয়োজন করে। সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এই চিকিৎসাসেবা কার্যক্রম চলে। এই চিকিৎসা কার্যক্রমে ফ্রি চিকিৎসা প্রদান করেন ডায়াবেটিক কনসালটেন্ট ডাঃ এম এ সায়েম এবং মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ মোহাম্মদ আখতারুজ্জামান। এ সময় তারা রোগীদের চিকিৎসার পাশাপাশি খাওয়া-দাওয়া, চলাফেরাসহ নিয়ম-কানুন সম্পর্কেও পরামর্শ দেন। দিনভর এলাকার শতাধিক রোগী বিনামূল্যের এই চিকিৎসা সেবা গ্রহণ করেন। ক্যাম্প উপলক্ষে রোগীদের স্বল্পমূল্যে ওষুধও দেয়া হয়। এই চিকিৎসা সেবা কার্যক্রম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি মিজানুর রহমান লিটন। এ সময় ক্লাবের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, সিদ্দিকুর রহমান রতন, শেখ আলাউদ্দিন আহমেদ, রাজিব খান প্রমুখ ক্লাবের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
×