ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

৮ মাসে রেমিটেন্স এসেছে ৯৭৭ কোটি ডলার

প্রকাশিত: ০৪:৩২, ৩ মার্চ ২০১৬

৮ মাসে রেমিটেন্স এসেছে ৯৭৭ কোটি ডলার

অর্থনৈতিক রিপোর্টার ॥ চলতি (২০১৫-১৬) অর্থবছরের প্রথম থেকেই রেমিটেন্স প্রবাহে মন্দাভাব দেখা যাচ্ছে। এরই মধ্যে গেল ফেব্রুয়ারিতে অর্থাৎ অর্থবছরের অষ্টম এবং ২০১৬ সালের দ্বিতীয় মাসে রেমিটেন্স আরও কমেছে। গত মাসে আসা রেমিটেন্স আগের মাস জানুয়ারির চেয়ে এক দশমিক ৬৯ শতাংশ এবং আগের বছরের একই মাসের তুলনায় পাঁচ দশমিক ১৪ শতাংশ কম এসেছে। আর চলতি অর্থবছরের প্রথম ৮ মাসে আগের অর্থবছরের ৮ মাসের তুলনায় রেমিটেন্স কমেছে এক দশমিক শূন্য ৫৪ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে, বিভিন্ন ব্যাংকের মাধ্যমে গত ফেব্রুয়ারিতে ১১৩ কোটি ১৪ লাখ ডলারের রেমিটেন্স এসেছে। আগের মাস জানুয়ারির তুলনায় যা এক কোটি ৯২ লাখ ডলার এবং আগের বছরের একই মাসের তুলনায় পাঁচ কোটি ৮২ লাখ ডলার কম। জুলাই-ফেব্রুয়ারি সময়ে প্রবাসী বাংলাদেশীরা মোট ৯৭৬ কোটি ৯২ লাখ মার্কিন ডলার সমপরিমাণ অর্থ দেশে পাঠিয়েছেন। আগের অর্থবছরের একই সময়ে পাঠানো অর্থের পরিমাণ ছিল ৯৯২ কোটি ডলার। এ হিসাবে একই সময়ের তুলনায় রেমিটেন্স কমেছে ১৫ কোটি আট লাখ ডলার। অর্থাৎ এক দশমিক ৫৪ শতাংশ কমেছে। গত জানুয়ারি পর্যন্ত সাত মাসে রেমিটেন্স কমেছিল ৯ কোটি ১২ লাখ ডলার যা এক দশমিক শূন্য ৫ শতাংশ। বর্তমানের এ ধারা অব্যাহত থাকলে অর্থবছর শেষে রেমিটেন্স উল্লেখযোগ্য হারে কমবে বলে সংশ্লিষ্টদের আশঙ্কা। এর আগে দীর্ঘ তের বছর পর ২০১৩-১৪ অর্থবছরে প্রবাসী আয় আগের অর্থবছরের তুলনায় ২ কোটি ৩০ লাখ ডলার বা এক দশমিক ৬১ শতাংশ কমেছিল। যশোরে সিঙ্গারের ফ্যামিলি ফেয়ার আজ বৃহস্পতিবার থেকে যশোরে শুরু হচ্ছে তিনদিনব্যাপী ‘সিঙ্গার ফার্নিচার ফ্যামিলি ফেয়ার- ফার্নিচার ও ফ্যামিলি ফেস্টিভ্যাল’। যশোরের মুন্সি মেহেরুল্লাহ সড়কে অবস্থিত পৌর কমিউনিটি সেন্টারে এই মেলা চলবে ৩ থেকে ৫ মার্চ প্রতিদিন সকাল ৯.৩০টা থেকে রাত ৮টা পর্যন্ত। মেলায় সিঙ্গার ফার্নিচারে আকর্ষণীয় ডিসকাউন্ট, ওয়ারেন্টি ও কিস্তি-সুবিধা ছাড়াও থাকছে শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও গৃহিণীদের জন্য কিচেন এ্যাপ্লায়েন্স- এর ব্যবহারিক প্রশিক্ষণ। -বিজ্ঞপ্তি ডিজেল প্ল্যান্টের উৎপাদিত পণ্যের প্রদর্শনী অনুষ্ঠিত সেনাবাহিনী কর্তৃক পরিচালিত বাংলাদেশ ডিজেল প্ল্যান্ট (বিডিপি) লিমিটেডের উৎপাদিত পণ্যের ওপর এক প্রদর্শনী মঙ্গলবার সন্ধ্যায় ঢাকাস্থ রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল এবং ডিজেল প্ল্যান্ট লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল আনোয়ার হোসেন, বিডিপির ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসিফ আহমেদ আনসারী ছাড়াও সেনাবাহিনীর উর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি মনীন্দ্র নাথ সরকার ওমিকন গ্রুপের মিডিয়া কনসালট্যান্ট দেশের অন্যতম শীর্ষ ব্যবসা প্রতিষ্ঠান ওমিকন গ্রুপের মিডিয়া কনসালট্যান্ট হিসেবে যোগ দিয়েছেন মিডিয়া ব্যবস্থাপক হিসেবে সুপরিচিত সিনিয়র সাংবাদিক মনীন্দ্র নাথ সরকার। তিনি ওমিকন গ্রুপের মাসিক সাহিত্য পত্রিকা ‘এডুকেশন টুডে’র সম্পাদনা ও ব্যবস্থাপনার দায়িত্ব পালন করবেন। ওমিকন গ্রুপে যোগদানের আগে মি. সরকার রূপায়ণ গ্রুপের মিডিয়া কনসালট্যান্ট হিসেবে দায়িত্ব পালন করেন। -বিজ্ঞপ্তি
×